Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যারাডোনাও ছিলেন বার্সেলোনার জয়ে


২৯ নভেম্বর ২০২০ ২১:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ০৮:৫৬

গোলের পর উদযাপনের সুযোগ পেলেন না লিওনেল মেসি, সতীর্থরা ঘিরে ধরলেন। সেই বাঁধন থেকে ছাড়া পেয়ে কয়েক পা সামনে গিয়ে প্রথমে বহুতে থাকা অধিনায়কত্বের আর্মবন্ডটা খুলে ফেললেন বার্সেলোনা অধিনায়ক। বুঝাই যাচ্ছিল কিছু একটা করতে যাচ্ছেন মেসি। ৬ বারের বর্ষসেরা ফুটবলার বার্সেলোনার জার্সিটা গা থেকে খুলে ফেললেন। দেখা গেল নিচে নিউওলস ওল্ড বয়েজের দশ নম্বর জার্সি পড়ে আছেন মেসি। ক্যারিয়ারের শুরু এবং শেষভাগে যে ক্লাবটির হয়ে খেলেছিলেন দিয়েগো ম্যারাডোনা।

বিজ্ঞাপন

নিউওলস ওল্ড বয়েজের দশ নম্বর জার্সিতে খেলতেন ম্যারাডোনা। মেসি নিজেও শৈশবে খেলেছেন আর্জেন্টিনার ক্লাবটিতে। নিউওলস বয়েজের জার্সি পড়া মেসি চুুমু ছিটিয়ে আকাশে একটানা তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। তার চোখ দুটি যেন বলছিল, ‘সব ভালোবাসা তোমার জন্য দিয়েগো, ভালো থেকো…’!

কদিন আগে ফুটবল দুনিয়াকে কাঁদিয়ে না ফেরার দেশে পারি দিয়েছেন ম্যারাডোনা। বিদায়ী গুরুকে মেসি যেভাবে স্মরণ করলেন তার চেয়ে উপযুক্ত আর কী-ই বা হতে পারত। মেসির এই ম্যারাডোনা স্মরণের মুহূর্তটা অনেকদিন মনে রাখবে ফুটবল। লা লিগার ম্যাচটিতে ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। বারবার সমালোচনায় বিদ্ধ হওয়া অ্যান্থনিও গ্রিজমান আজ দারুণ খেলেছেন। বার্সেলোনার হয়ে একটি করে করেছেন গ্রিজমান, লিওনেল মেসি, ফিলিপে কুতিনহো ও মার্টিন ব্রাথওয়েট।

শুধু মেসির গোল উদযাপনের সময় স্মরণ নয়, আজ পুরো ম্যাচেই ম্যারাডোনাকে শ্রদ্ধা, স্মরণ করেছে বার্সেলোনা। ১৯৮২ থেকে ৮৪ পর্যন্ত বার্সেলোনায় খেলেছিলেন ম্যারাডোনা। তার দশ নম্বর জার্সিটি গ্যালারিতে আনা হয়েছিল। ম্যাচ শুরুর আগে ম্যারাডোনা স্মরণে নীরবতা পালন করা হলো। স্টেডিয়ামে পতাকা ছিল অর্ধনমিত। বার্সা মাঠে খেললও দাপুটে।

আগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারা দলটি চোটের কারণে জেরার্ড পিকে, রোনাল্ড আরাউহো, স্যামুয়েল উমতিতিকে পায়নি। দ্বিতীয়ার্ধে ক্লেমেন্ত ল্যাংলেটও চোট নিয়ে মাঠ ছাড়েন। তাকে কতোদিন মাঠের বাইরে থাকতে হবে সেই নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি।

বার্সা প্রথম গোলটা পেয়েছে ম্যাচের ২৯ মিনিটে। পুরো ম্যাচে দারুণ খেলা অ্যান্থনিও গ্রিজমান, লিওনেল মেসির দারুণ এক আক্রমণ থেকে বল পেয়ে শট নিয়েছিলেন কুতিনহো। ওসাসুনা গোলরক্ষক গোললাইন থেকে তা ফেরালেও বল বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে বার্সাকে ১-০ তে এগিয়ে নেন ব্রাথওয়েট।

বিজ্ঞাপন

এরপর দুইবার গোলের চেষ্টা করে ব্যর্থ হওয়া গ্রিজম্যান দারুণ একটা গোল করেন প্রধমার্ধের শেষ বাঁশি বাজার মিনিট তিনেক আগে। বক্সের বাইরে বল পেয়ে বাঁ-পায়ের দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে দেন ফরাসি তারকা। ৫৭ মিনিটে গ্রিজমানের ক্রসে পা ঠেকিয়ে বার্সার তিন নম্বর গোলটা করেন কুতিনহো।

মেসির সেই গোল ৭৩ মিনিটে। গোলটাও ছিল দেখার মতো। বক্সের বাইরে বল পেয়ে গতি আর নিয়ন্ত্রণের সমন্বয়ে দুই ডিফেন্ডারকে ছিটকে ফেলে বাঁ-পায়ের দুর্দান্ত শট নিয়েছিলেন। কিছুই করার ছিল না প্রতিপক্ষ গোলরক্ষকের। সম্ভবত চলতি মৌসুমে মেসির সেরা গোল এটা!

এরপর আর গোল না হওয়াতে শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। লিগের নবম ম্যাচ খেলতে নেমে চতুর্থ জয়ের দেখা পাওয়া বার্সা উঠে এসেছে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে। মেসির দলের পয়েন্ট এখন ১৪।

দিয়েগো ম্যারাডোনা বার্সেলোনা লিওনেল মেসি স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর