আলী যাকেরের মৃত্যুতে বিসিবি’র শোকবার্তা
২৭ নভেম্বর ২০২০ ১৭:৩২ | আপডেট: ২৭ নভেম্বর ২০২০ ১৮:৩৫
একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিসিবি’র পক্ষ থেকে এক বিবৃতিতে এই শোকবার্তা পাঠানো হয়েছে। এদিন ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলী যাকের।
আরও পড়ুন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের জীবনাবসান
শোকবার্তায় বিসিবি জানায়, আলী যাকের বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলেন। ষাটের দশকে তিনি ক্রিকেট খেলতেন আর ৭০ ও ৮০’র দশকে রেডিও এবং টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। বিসিবি তার আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আলী যাকের দীর্ঘদিন থেকে ক্যান্সারসহ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি ১৫ নভেম্বর থেকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে কোভিড-১৯ সংক্রমণ পাওয়ায় তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে আরেকটি হাসপাতালে নেওয়া হলে ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলাদেশের নাট্যাঙ্গনের এক প্রিয়মুখ আলী যাকেরের জন্ম ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে। চলচ্চিত্র, ছোট পর্দা ও মঞ্চে সমানভাবে জনপ্রিয় ছিলেন তিনি। দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি।
আলী যাকের একুশে পদক প্রাপ্ত অভিনেতা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি'র শোক মুক্তিযোদ্ধা