‘সুপারস্টারে’র বিদায়ে কাঁদছেন মাশরাফি-সাকিবও
২৬ নভেম্বর ২০২০ ১০:৪২ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১১:১৭
ফুটবল বিশ্বের সুপারস্টার ছিলেন তিনি। সর্বকালের সেরা ফুটবলার হিসেবেও অভিহিত করতে আপত্তি নেই অনেকের। তিনি দিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টনাইনদের এই মহানায়কের প্রস্থানে শোকাহত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই আইকন মাশরাফি বিন মোর্ত্তজা এবং সাকিব আল হাসানও। ফেসবুক পোস্টে তারা জানিয়েছেন তাদের অনুভূতির কথা।
বুধবার (২৫ নভেম্বর) আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীকে চিরবিদায় জানান গোটাবিশ্বের ফুটবল আবেগ ম্যারাডোনা।
আরও পড়ুন-
- কিংবদন্তির প্রয়াণে স্তব্ধ ফুটবল বিশ্ব
- ফুটবলের ঈশ্বর’ ম্যারাডোনা আর নেই
- ‘ম্যারাডোনা’ নামটা বেঁচে থাকবে চিরকাল…
- ফুটবলের জাদুকর, তার জাদুকরি মুহূর্তগুলো
- ম্যারাডোনার নামে স্টেডিয়ামের নাম রাখবে নাপোলি
- বৃহস্পতিবার বুয়েন্স আয়ারসে সমাহিত হবেন ম্যারাডোনা
- ‘ম্যারাডোনা ফুটবলপ্রেমীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন’
- একদিন আকাশের ওপারে একসঙ্গে ফুটবল খেলব— ম্যারাডোনার মৃত্যুতে পেলে
ফেসবুক পোস্টে ম্যারাডোনাকে ‘সুপারস্টার’ হিসেবে উল্লেখ করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি। এত বড় সুপারস্টার তার চোখে আর কেউই নেই— এ কথাও উল্লেখ করেন তিনি।
মাশরাফি লিখেছেন, ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলে না, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম।’
ম্যারাডোনার ফুটবল জাদুর কথা উল্লেখ করে মাশরাফি লিখেছেন, ‘তোমার বাঁ পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে জাদুকর। দ্য ড্রিবলিং মাস্টার দিয়াগো আরমান্দো মারাদোনা। (RIP)’
সব প্রজন্মকে ছাড়িয়ে ফুটবল কিংবদন্তি হয়ে উঠেছিলেন ম্যারাডোনা— লিখেছেন তিন ফরম্যাটের ক্রিকেটেই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ফুটবল দিয়ে আনন্দ ছড়িয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি।
সাকিব লিখেছেন, ‘এমন কয়েকজন খেলোয়াড় থাকে যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তি হয়ে উঠেন। দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা এমনি একজন খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা আর ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বললেই না।’
সাকিব আরও লিখেছেন, ‘খেলার মাঠে তিনি সবসময়ই পরিচয় দিয়েছেন বুদ্ধিমত্তার। তার মতো কিংবদন্তি খেলোয়াড় ছিল বলেই ফুটবল আমাদের এত আনন্দ দেয়। বিদায়, দিয়েগো!’
কেবল মাশরাফি-সাকিব নয়, ম্যারাডোনার প্রস্থান কাঁদিয়েছে গোটা বিশ্বকে। ফুটবলের আরেক মহান শিল্পী পেলেও শোকাহত। সর্বকালের সেরা ফুটবলারের ‘তর্কে’ এই দু’জনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখলেও পেলের কাছে ম্যারাডোনা একজন বন্ধু।
পেলে লিখেছেন, ‘এটা আমার জন্য খুবই দুঃখের একটি সংবাদ। আজ আমি একজন বন্ধু হারালাম আর বিশ্ব হারাল এক কিংবদন্তিকে। এখনও কতকিছু বলা বাকি। কিন্তু এই সময়ের জন্য সৃষ্টিকর্তা তার পরিবারকে শক্তিদান করুন। আশা করছি একদিন আমরা এক সঙ্গে আকাশের ওপর ফুটবল খেলব।’