Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদোর জোড়া গোলে জয়ে ফিরল জুভেন্টাস


২২ নভেম্বর ২০২০ ১০:১৯ | আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৫:০০

আগের লিগ ম্যাচে লাজিওর মাঠে জিততে পারেনি জুভেন্টাস। নিজেদের মাঠে তাই জয়ে ফেরার চ্যালেঞ্জ ছিল আন্দ্রেয়া পিরলোর দলের সামনে। ক্রিশ্চিয়ানো রোনালদো চার মিনিটের ব্যবধানে দুই গোল করে সেই চ্যালেঞ্জ জয় করলেন সহজেই।

নিজেদের মাঠে ইতালিয়ান সিরি ‘আ’ ম্যাচে কাল কাগলিয়ারিকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। এ নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচ গোল পেলেন রোনালদো। লিগে সিআর সেভেনের গোলসংখ্যা দাঁড়াল ৮। আর ম্যাচে চতুর্থ জয় পাওয়া জুভেন্টাস আছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে। বাকি চার ম্যাচ ড্র করা দলটির পয়েন্ট ১৬। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সিরি ‘আ’ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন এসি মিলান।

বিজ্ঞাপন

জুভেন্টাস বল জালে জড়িয়েছিল একাদশ মিনিটে। আলভারো মোরাতার পাস থেকে দারুণ শটে বল জালে জড়িয়ে দেন ফেদেরিকো বের্নারদেস্কি। কিন্তু অফসাইডের বাঁশি বাজিয়ে গোল বাতিল করেন রেফারি। প্রথমার্ধের শেষ সময়ে সেই হতাশা দারুণভাবে মিলিয়ে দেন রোনালদো।

৩৮ মিনিটে ডি-বক্সে মোরাতার পাস পেয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার। জোড়ালো এক শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পাত্তাই দেননি। জুভেন্টাস ১-০ তে এগিয়ে যায়। চার মিনিট পর রোনালদোর হেড খুঁজে নেয় জালের ঠিকানা। হুয়ান কুয়াদরাদোর কর্নার কিকে অরক্ষিত রোনালদোর নেওয়া হেড ফেরাতে পারেননি কাগলিয়ারি গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতে দেমিরালের হেড ক্রসবারে প্রতিহত হলে ব্যবধান বাড়েনি জুভেন্টাসের। ৬৮ মিনিটে কাগলিয়ারির গোল অফসাইডে বাতিল হয়েছে। ৭০ মিনিটে দারুণ খেলতে থাকা মোরাতাকে উঠিয়ে পাওলো দিবালাকে মাঠে নামার জুভেন্টাস কোচ। তবে স্কোরকার্ডে আর পরিবর্তন আসেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে জুভেন্টাস।

বিজ্ঞাপন

ইতালিয়ান সিরি আ ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেস্টাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর