Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনাইটেডের টানা দ্বিতীয় জয়


২২ নভেম্বর ২০২০ ০৯:৩৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১১:১৩

ওয়েস্ট ব্রুমের বিপক্ষে নিজেদের মাঠে বলের দখল ধরে রেখে বেশ দারুণ খেললেও গোল পাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড। এর মধ্যে দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়ে স্পট কিকটা ভালো নিতে পারেননি দলটির পর্তুগিজ তারকা ব্রুনো ফের্নান্দেজ। তবে ওয়েস্ট ব্রুম গোলরক্ষক পোস্ট ছেড়ে বেড়িয়ে আসাতে ফিরতি শটে ঠিকই গোল করেছেন ইউনাইটেড তারকা। এই গোলেই ইংলিশ প্রিমিয়ার লিগে কাল টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিজ্ঞাপন

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ব্রুমকে কাল ১-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। লিগের ৮ ম্যাচ খেলা গুনা সুলশারের দলের এটা চতুর্থ জয়। একটি ড্র, বাকি তিনটিতে হার। যাতে ১৩ পয়েন্ট নিয়ে্ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে ইউনাইটেড।

ইউনাইটেড এগিয়ে যেতে পারত ম্যাচের ১৪ মিনিটেই। ফের্নান্দেজের পাসে খুব কাছ থেকে শট নিয়েছিলেন মার্শিয়াল। ঝাঁপিয়ে পড়ে সেটা ঠেকিয়ে দেন ওয়েস্ট ব্রুম গোলরক্ষক। ২১ মিনিটে আত্মঘাতি গোল হজম করতে পারত ম্যানইউ। প্রতিপক্ষের কারল্যান গ্রান্টের শট হ্যারি ম্যাগুইয়ারের পায়ে লেগে অল্পের জন্য বারের পাশ দিয়ে বেড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইউনাইটেডের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু পরে ভিএআরে সিদ্ধান্ত বদলায়। ৫৩ মিনিটে ডি-বক্সে হুয়ান মাতার শট ওয়েস্ট ব্রুম ফুটবলারের হাতে লাগলে আবারও পেনাল্টি পায় ইউনাইটেড। সেটা আর নড়চড় হয়নি। পেনাল্টিতে ফের্নান্দেজের গোলে ১-০ তে এগিয়ে যায় ইংল্যান্ডের ঐতিহাসিক ক্লাবটি।

ভাগ্য সঙ্গে থাকলে ৬৫ মিনিটে ম্যাচে ফিরতে পারত ওয়েস্ট ব্রুম। কিন্তু ক্যালাম রবিনসনের শট ইউনাইটেড গোলরক্ষক ডেভিড গিয়াকে ফাঁকি দিলেও ক্রসবারে লেগে প্রতিহত হয়। এরপর আর গোল হয়নি। যাতে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এদিকে, দিনের অপর ম্যাচে ঘরের মাঠে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে হোসে মরিনহোর টটেনহাম। চোট জর্জরিত ম্যানসিটির বিপক্ষে টটেনহামের হয়ে গোল দুটি করেছেন সন-হিয়ুং মিন ও লো সেলসো। এই জয়ে আবারও শীর্ষে উঠে বসল টটেনহাম। ৯ ম্যাচে মরিনহোর দলের পয়েন্ট ২০। অন্য দিকে ৮ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া সিটি ১২ পয়েন্ট নিয়ে এখন টেবিলের ১১ নম্বরে।

বিজ্ঞাপন

ইংলিশ প্রিমিয়ার লিগ ব্রুনো ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর