Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার আরও ১ ক্রিকেটার


২১ নভেম্বর ২০২০ ০৯:০৮

করোনা পরবর্তী সময়ে ক্রিকেট ফেরানোর রাস্তায় একের পর এক বাধার সম্মুখীন হতে হচ্ছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে। বোর্ড নিয়ে নানান বিতর্কের পর নতুন করে এবার কোভিড-১৯’র বাধার মুখে পড়েছে প্রোটিয়ারা। ক্রিকেটারদের প্রথম দফায় কোভিড-১৯ পরীক্ষায় একজন পজিটিভ শনাক্ত হয়, এরপর দ্বিতীয় দফার পরীক্ষায় আরও এক ক্রিকেটারের পজিটিভ এসেছে।

ক্রিকেটারদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য করোনা আক্রান্ত এবং আইসোলেশনে থাকা ক্রিকেটারের নাম এবারেও প্রকাশ করেনি প্রোটিয়া বোর্ড।

বিজ্ঞাপন

প্রোটিয়া দলে স্বস্তির সংবাদ হলো নতুন আক্রান্ত ক্রিকেটারের সংস্পর্শে আসেনি আর কোনো ক্রিকেটার তাই আক্রান্ত ক্রিকেটারই কেবল আইসোলেশনে আছেন।

পড়ুন: করোনার হানা প্রোটিয়া দলে, আইসোলেশনে ৩ ক্রিকেটার

ইংল্যান্ডের বিপক্ষে রঙিন পোশাকের দুই ফরম্যাটের সিরিজের আগে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। গত বৃহস্পতিবার একজনের ফল পজিটিভ আসে। তার সংস্পর্শে আসা আরও দুইজনসহ মোট তিন জনকে রাখা হয় আইসোলেশনে।

তবে নতুন আক্রান্ত হওয়া ক্রিকেটারের সংস্পর্শে আসেনি ২৪ জনের দলে থাকা আর কেউ। তাই এখন সর্বমোট ৪ জন আছেন কোয়ারেন্টিনে।

এর ফলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিজেদের মধ্যে খেলার কথা থাকা শনিবারের অনুশীলন ম্যাচ বাতিল করা হয়েছে। তবে ইংল্যান্ড তাদের অনুশীলন ম্যাচ খেলবে বলে নিশ্চিত করেছে।

আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজে প্রোটিয়াদের দলের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ড দল এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে। গোটা সিরিজটাই দর্শকশূন্য বন্ধ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

করোনা আক্রান্ত এবং আইসোলেশনে থাকা ক্রিকেটারদের পরিবর্তে নতুন কোনো ক্রিকেটারকে এখনও স্কোয়াডে ডাকেনি সিএসএ। কেপ টাউনে বুধবার ইংল্যান্ড দল পৌঁছানোর পরে তাদেরও কোভিড পরীক্ষা করা হয়, তবে তাদের কারোরই করোনা পজিটিভের খবর পাওয়া যায়নি। দ্বিতীয় দফার পরীক্ষা শেষেই ইংলিশ স্কোয়াডে কোনো কোভিড আক্রান্ত ক্রিকেটারের খবর আসেনি।

আরও পড়ুন: ইংল্যান্ডের পাকিস্তান সফর চূড়ান্ত

করোনা আক্রান্ত কোভিড-১৯ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা চার ক্রিকেটার আইসোলেশনে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর