Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিভার ক্যান্সার ধরা পড়েছে বাদল রায়ের


১৬ নভেম্বর ২০২০ ১৫:০৩

বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের লিভার ক্যান্সারে আক্রান হয়েছেন। দীর্ঘদিন ধরে শারীরিক নানান সমস্যায় ভুগছিলেন এই তারকা। রাজধানী ঢাকার আসগর আলী হাসপাতালে শ্বাসকষ্টজনিত অসুখ নিয়ে কিছু দিন আগে ভর্তি হয়েছিলেন তিনি। পরবর্তীতে কিডনিতে জটিলতা দেখা দিলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেশের বেশকিছু গণমাধ্যম নিশ্চিত করে বাদল রায় লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

দেশের এক গণমাধ্যমে বাদল রায়ের ঘনিষ্ঠ বন্ধু আব্দুল গাফফার জানান, ‘আমাদের জন্য অনেক দুঃখের দিন। অনেক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা গতকাল জানিয়েছেন, বাদল লিভার ক্যান্সারের চতুর্থ স্তরে আছে। তারা বলেছেন এটা তার শরীরের অনেক অংশে ছড়িয়ে পড়েছে।’

‘ডাক্তাররা তাকে বাসায় পাঠিয়ে দিতে চেয়েছিলেন। আমরা ও তার স্ত্রী-সন্তানরা সম্মিলিতভাবে তাকে হাসপাতালেই রাখার সিদ্ধান্ত নিয়েছি। আজ তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে। চেষ্টা করছি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার।’

এর আগে ২০১৭ সালে বাদল রায় সিঙ্গাপুরে মস্তিষ্কের জটিল এক অস্ত্রোপচার করান, সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় বাদল রায়ের অস্ত্রোপচার করানো হয়েছিল।

আব্দুল গাফফার আরও জানান, ‘বাদল ৯০ মিনিটের খেলোয়াড়। সে লড়াই করবে (ক্যান্সারের বিরুদ্ধে)। ডাক্তাররা আশা ছেড়ে দিলেও আমরা আশা ছাড়ছি না। আপনারা সবাই বাদলের জন্য দোয়া করবেন। আপনাদের মাধ্যমে বাদলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের জন্য মনোনয়ন কিনেছিলেন বাদল রায়। তবে পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। বাদল রায় ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেন, আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত। ২০০৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া বাদল বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতির দায়িত্বেও আছেন।

কিংবদন্তি ফুটবলার ক্যান্সারে আক্রান্ত ফুটবল সংগঠক বাদল রায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল লিভার ক্যান্সারে আক্রান্ত সাবেক ফুটবলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর