Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার ওভারে জিতে ফাইনালে বাবরের করাচি


১৪ নভেম্বর ২০২০ ২৩:৩৮

সুপার ওভারে ১৩ রানের পুঁজি থাকলেও মোহাম্মদ আমির পরপর দুটি ওয়াইড দিলে মনে হচ্ছিল এবারও বুঝি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠার স্বপ্ন সত্যি হচ্ছে না করাচি কিংসের। তবে পাকিস্তানের অভিজ্ঞ পেসার পরপর দুই ওয়াইড দিলেও তার আগে ও পরের ডেভিভারি গুলোতে মুলতান সুলতানসের দুই ব্যাটসম্যান রাইলি রুশো ও রবি বোপারাকে দারুণভাবে বেঁধে রাখলেন। বাউন্ডারি আদায় করতে দেননি। ফলে সুপার ওভারে ৪ রানে জিতে প্রথমবারের মতো পিএসএলের ফাইনালে উঠেছে করাচি।

বিজ্ঞাপন

এর আগে নির্ধারিত সময়ের খেলায় মনে হচ্ছিল সহজেই ফাইনালে উঠতে যাচ্ছে দলটি। করাচি জাতীয় স্টেডিয়ামে প্রথমে বোলিং করতে নেমে প্রতিপক্ষকে ১৪১ রানে আটকে রেখে দারুণ শুরু করেছিলেন বাবর আজম। পাকিস্তানের তরুণ অধিনায়ক ওপেনিংয়ে নেমে দারুণ এক ফিফটি তুলে নেন।

কিন্তু দলীয় ১১৭ রানের মাথায় ম্যাচসেরা বাবর ৫৩ বলে ৫ চার ২ ছয়ে ৬৫ রান করে ফিরলে বিপদে পরে যায় করাচি। ১৮ রানের ব্যবধানে ৫ উইকেট হারানো দলটি নির্ধারিত ওভারে জয় নিশ্চিত করতে পারেনি। করাচির ইনিংসও থেমে যায় সেই ১৪১ রানে। মুলতানের হয়ে ২৫ রানে তিন উইকেট নেন সোহলে তানভির।

এর আগে মুলতানের ১৪১ রানের সংগ্রহে বড় একটা অবদান রেখেছেন রবি বোপারা। প্রথমে ব্যাটিং করতে নামা দলটি মাত্র ৪০ রানেই চার উইকেট হারিয়ে ফেললে হাল ধরেন বোপারা। ৩১ বলে ৪০ রান করেছেন ইংলিশ তারকা। এছাড়া আটে নেমে সোহলে তানভির ১৩ বলে ২৫ ও ওপেনার জীসান আশরাফ ১৯ বলে ২১ রান করেছেন।

করাচি কিংস পিএসএল বাবর আজম মুলতান সুলতানস