বিশৃঙ্খলা বাড়ল দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে
১৪ নভেম্বর ২০২০ ১০:৩৫ | আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ১০:৪১
গত ২৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ছয় পরিচালক ইস্তফা দিয়েছিলেন, আর পরেরদিন ২৬ অক্টোবর ইস্তফা দিয়েছিলেন বোর্ডের বাকি ১০ সদস্যও। এরপর অন্তর্বর্তীকালীন বোর্ড সদস্যও নির্বাচিত হয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তবে এবার তাদের সঙ্গে সম্পর্ক শেষ করল দেশটির ক্রিকেট বোর্ড।
মাত্র এক সপ্তাহের ব্যবধানেই ইংল্যান্ড দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট খেলতে। আর তার আগেই দেশটির ক্রিকেট বোর্ডে নতুন এই বিশৃঙ্খলার সৃষ্টি হলো। অন্তর্বর্তীকালীন বোর্ড টিকল না এক মাসও। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কাউন্সিলের মেম্বারদের সঙ্গে অন্তর্বর্তীকালীন বোর্ডের সম্পর্ক ভেঙে যাওয়ায় অব্যহতি দেওয়া হয় সভাপতি জ্যাক ইয়াকুবসহ বাকি সদস্যদের।
গত এক বছর ধরেই স্পন্সরসহ ক্রিকেট বোর্ডের মিডিয়া এবং খেলোয়াড়দের সঙ্গে নানান বিবাদ চলছিল। আর সেই কারণেই বোর্ডের সদস্যদের সরে দাঁড়াতে বাধ্য করে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।
পড়ুন: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তার একসঙ্গে পদত্যাগ
অন্তর্বর্তীকালীন বোর্ডের সঙ্গে কাউন্সিল মেম্বারদের সম্পর্কের ছেঁদ পড়ে দেশটির ক্রীড়া মন্ত্রী নাথি ম্থেথওয়ার সঙ্গে বৈঠকের পরই। গত রোববার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভেঙে দেওয়া হয় এই বোর্ড। তবে বোর্ড ভেঙে দেওয়া হলেও বেশ কিছু সদস্য কাউন্সিলে বহাল রয়েছেন।
অবসরপ্রাপ্ত বিচারক জ্যাক ইয়াকুব যিনি অন্তর্বর্তীকালীন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বোর্ডের চেয়ারম্যান, তিনি এই বোর্ড ভেঙে দেওয়ায় জানিয়েছেন, ‘ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের স্বার্থের বিপক্ষে, নিজেদের সুবিধার্থে সুযোগসন্ধানী গোষ্ঠী নানান বিভ্রান্তিমূলক কার্যকলাপ করছে।’
আরও জানা যায় যে, ক্রীড়া মন্ত্রী ম্থেথওয়াকে জানানো হয় এই বোর্ড ক্রিকেটের জন্য কাজ করার জন্য প্রস্তুত নয়। এবং এর পেছনের একটি কারণ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সাবেক সিইও হারুন লর্গতকে নিয়ে। ২০১৭ সালে সিইওর পদ থেকে সরে যাওয়া হারুনকে নিয়ে ঠিক কি বিতর্কের জন্ম নিয়েছে সে বিষয়ে পরিস্কার কিছুই জানা যায়নি।
ইয়ায়কুব আরও জানান, ‘অন্তর্বর্তীকালীন বোর্ডের সদস্যরা সহযোগিতা করার ভান করলেও তারা কেউই আসলে সাহায্য করতে চাননি। বরংচ কাজের বাগড়া দিয়েছেন তারা।’
তবে এই বিষয়ে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় কোনো বিবৃতি দেয়নি। আর বোর্ডের এমন হালচাল আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ নিয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবে না বলেও জানা গেছে।
কর্মকর্তাদের পদত্যাগ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জ্যাক ইয়াকুব দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বোর্ড কর্মকর্তাদের পদত্যাগ