Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তার একসঙ্গে পদত্যাগ


২৬ অক্টোবর ২০২০ ১৬:০০

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের টালমাটাল অবস্থার খবর। অবশেষে একসঙ্গে দেশটির ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তা পদত্যাগ করেছেন।রোববার (২৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ছয় পরিচালক ইস্তফা দিয়েছেন। আর পরেরদিন অর্থাৎ সোমবার (২৬ অক্টোবর) সকালে বোর্ডের বাকি ১০ সদস্যও পদত্যাগ করেছেন।

রোববারে এক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। বিবৃতিতে জানানো হয়, ‘দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ভালোর জন্য পুরো বোর্ডের পদত্যাগ করা উচিৎ এমন আলোচনা হয়েছিল সদস্যের কাউন্সিলে। আর এরই ধারাবাহিকতায় আজ (রোববার) সকালে সেটিই করেছেন সকলে। স্বতন্ত্র ও অ-স্বতন্ত্র সব পরিচালকই পদত্যাগ করেছেন।’

বিজ্ঞাপন

রোববার পদত্যাগ করা ছয় কর্মকর্তাদের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বেরেসফোর্ড উইলিয়ামস, চারজন অ-স্বতন্ত্র সদস্য এবং একজন স্বতন্ত্র সদস্য দেভেন ধর্মলিঙ্গাম। আর আজ সকালে পদত্যাগ করলেন অ-স্বতন্ত্র পরিচালক জোলা থামাই এবং তিন স্বতন্ত্র পরিচালক ইউগেনিয়া কুমা আমেয়াও, মরিস স্কোম্যান এবং ভুয়োকাজি মেমানি সেডিল।

দক্ষিণ আফ্রিকার ক্রীড়া সংস্থা এবং অলিম্পিক কমিটির নির্দেশনা অনুযায়ী ক্রিকেট বোর্ডের জন্য অন্তর্বর্তীকালীন একটি পরিচালন কমিটি ঠিক করতে বলা হয়েছিল। তবে সদস্য কাউন্সিলের পরামর্শ থাকার পরেও তখনকার কমিটি ভাঙতে রাজি হয়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

যে কারণে পুরো বিষয়টিকে দেশের ক্রীড়ামন্ত্রী নাথি থেতওয়ার কাছে হস্তান্তর করে দেয় অলিম্পিক কমিটি। পরে ক্রীড়ামন্ত্রী ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন অ্যাক্ট’ অমান্য করার যথাযথ কারণ দেখানোর জন্য মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেয়।

বিজ্ঞাপন

দেশটির ক্রীড়ামন্ত্রী কেবল নিজ দেশের ক্রিকেট বোর্ডকেই নয় সেই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি’কেও নোটিশ পাঠিয়ে রেখেছিলেন আগে থেকেই। আইসিসি’কে থেতওয়া নোটিশে জানিয়েছিলেন যে তিনি বর্তমান সময়ের সংকট উত্তরণে জন্য যথাযথ পদক্ষেপ নেবেন। যার ফলে এখন সরকারের হস্তক্ষেপমুক্ত হয়ে অলিম্পিক কমিটির সঙ্গে মিলে নতুন সাংগঠনিক কাঠামো দাঁড় করাতে পারবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

কিন্তু এক্ষেত্রে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন কমিটি ঘটন করতে হবে। আর দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রণালয় সময় বেঁধে দিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত। আবার ক্রিকেট বোর্ডের কমিটিতে কমপক্ষে একজন সাবেক ক্রিকেটারকে রাখার নিয়ম বেঁধে দিয়েছে। তবে সদ্যই পদত্যাগ করা পরিচালকরা আবারও বোর্ডের দায়িত্ব গ্রহণ করতে পারবেন কিনা এ বিষয়ে কোনো কিছুই পরিস্কার করে জানায়নি দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বোর্ড কর্মকর্তাদের পদত্যাগ সকল কর্মকর্তাদের পদত্যাগ