Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্সির লোভে রোনালদোর বাড়িতে চুরি


৯ অক্টোবর ২০২০ ২১:০৬

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের ফুনচালের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তবে তাতে যতোটা না আলোচনা হচ্ছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে চোর যা চুরি করেছে সেটা নিয়ে! নিরাপত্তা বেষ্টনি ভেদ করে রোনালদোর মতো একজন মহাতারকার বাড়িতে ঢুকে চোর চুরি করে নিয়ে গেছেন কেবল একটা জার্সি আর একটা বেসবলের ক্যাপ!

পর্তুগিজ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বাসার এক গৃহকর্মী ভুল করে গ্যারাজের দরজা খুলে রাখলে সেদিক দিয়েই বাড়িতে প্রবেশ করে চোর। পরে বাসার ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে চুরির বিষয়টি। দেখা যায়, বাড়িতে ঢুকে রোনালদোর সই করা জুভেন্টাসের একটি জার্সি আর বেসবলের একটি ক্যাপ নিয়ে গেছেন চোর।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ইতোমধ্যেই চোরকে সনাক্ত করেছে পর্তুগালের পাবলিক সিকিউরিটি পুলিশ (পিএসপি)। চোর রোনালদোর পরিচিতজন হতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে।

২০১৫ সালে ৭০ লাখ ইউরোতে জন্মভূমি ফুনচালের এই সাত তলা বাড়িটি কিনেছিলেন রোনালদো। অলিম্পিক মানের দুটি সুইমিং পুল ও জিমের পাশাপাশি ছোট একটা ফুটবল মাঠও আছে এখানে। সাধারণত ছুটি কাটাতে এখানে যান রোনালদো। কয়েক মাস আগে করোনাভাইরাসের প্রকোপের সময় বন্ধবী জর্জিনা রদ্রিগেজ ও বাচ্চাদের নিয়ে এই বাড়িতে ছিলেন সিআর সেভেন।

অন্যান্য সময়ে কখনো কখনো রোনালদোর মা ও বড় ভাই এই বাড়িটিতে থাকেন। চুরির সময় তারা বাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি।

ক্রিশ্চিয়ানো রোনালদো চুরি জুভেন্টাস পর্তুগাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর