বাফুফে নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
৩ অক্টোবর ২০২০ ১৮:৩৯ | আপডেট: ৩ অক্টোবর ২০২০ ১৯:৩১
ঢাকা: চার বছর পর আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের ভোটপর্ব শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে। চার ঘণ্টা ভোটপর্ব শেষে এখন চলছে ভোট গণনা। ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ব্যালটপেপারে ভোট পড়েনি চারজনের।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ শনিবার (৩ অক্টোবর) চার বছর পর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বাফুফে নির্বাচন।
নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে ভোটকেন্দ্র ঘিরে নির্বাচনী হাওয়া বয়ে গেছে। সকাল থেকেই প্রার্থী, ডেলিগেট ও ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের পদচারণায় মুখরিত ভোটকেন্দ্র।
২১ পদের বিপরীতে এবার নির্বাচন করছেন ৪৭জন প্রার্থী। ১৩৯ জন কাউন্সিলর আগামী চার বছরের জন্য প্রার্থীদের নির্বাচিত করবেন। তবে আজ ভোটারদের মধ্যে চারজন ভোট দেননি। মোট ৯৭ শতাংশ ভোট পড়েছে ব্যালটপেপারে।
ভোটকেন্দ্রে অনুপস্থিত থাকা চারজন হলেন চট্টগ্রাম আবাহনীর সিনিয়র ভাইস চেয়ারম্যান তরফদার রহুল আমিন, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক মাকসুদুর রহমান, শেখ জামাল ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান ও ফরিদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার।
এখন ভোটগণনা পর্ব শুরু হয়েছে। আনুমানিক ২ ঘণ্টা চলবে ভোটগণনা পর্ব। ভোটগণনা শেষে ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
বাফুফে নির্বাচন বাংলাদেশ ফুটবল ফেডারশন-বাফুফে ভোট গণনা চলছে ভোট গ্রহণ শেষ