Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের ফুটবল দক্ষ হাতের তত্ত্বাবধানেই আছে: ফিফা সভাপতি


৩ অক্টোবর ২০২০ ১৬:৩০

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলছে বাফুফের নির্বাচন। ফলাফল জানতে জানতে পেরিয়ে যাবে সন্ধ্যা। এই নির্বাচন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তায় সভাপতি বলেন, ‘বাংলাদেশের ফুটবল নিরাপদ ও দক্ষ হাতের তত্ত্বাবধানে আছে।’ এবং সেই সঙ্গে ইনফান্তিনো নির্বাচনে অংশগ্রহণকারী সকলকে প্রার্থীকে শুভ কামনা জানান। আর করোনা পরিস্থিতিতে সশরীরে বাংলাদেশে থাকতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সকাল থেকে শুরু হওয়া বার্ষিক সাধারণ সভা শেষে শনিবার (৩ অক্টোবর) দুপুর দুইটা থেকে বাফুফের নির্বাচন শুরু হয়। চার বছর পর বিভিন্ন মেয়াদে নির্বাচন পেছালেও ৩ অক্টোবর (শনিবার) আয়োজন করা হচ্ছে আলোচিত এই নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আগামী চার বছরে কারা দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ আসনে থাকবেন তা ভোটের মাধ্যমে নির্ধারিত হচ্ছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকালে সাধারণ সভা এবং দুপুর দু’টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

বিজ্ঞাপন

এই নির্বাচন ও বাফুফের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন, ‘প্রিয় সভাপতি, প্রিয় কাজী, প্রিয় মাহফুজা, প্রিয় কাউন্সিল সদস্য, প্রিয় বন্ধুরা এবং ভদ্র মহিলা ও মহোদয়গণ, আমি প্রথমে বলতে চাই যে, আজ আপনাদের নির্বাচনী কংগ্রেসকে সম্বোধন করতে পেরে ভীষণ আনন্দিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেস এবং এটি একটি নির্বাচনী কংগ্রেস। এই কংগ্রেসের জন্য আমি সকল প্রার্থীকে শুভকামনা জানাতে চাই। এই কংগ্রেস ফুটবলের হয়ে বাংলাদেশের পক্ষে কাজ করে যাচ্ছে।

আমি শারীরিকভাবে আপনাদের সঙ্গে সেখানে থাকতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। বিশ্বাস করুন, আমার মন সেখানে পড়ে রয়েছে। কোভিড-১৯ এর কারণে আমাদের ও বিশ্বজুড়ে সকলের ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। তবে আমাদের মাঝে দূরত্ব থাকলেও এই মুহূর্তে আমরা সকলেই একত্রে আছি এবং এই মুহূর্তে ফুটবল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এর মূল লক্ষ্য হলো সকলকে একত্রিত করা।’

এক বছর আগে ফিফা সভাপতি বাংলাদেশ ভ্রমণ করেছিলেন সে বিষয় উল্লেখ করে ইনফান্তিনো বলেন, ‘আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনারা যে কাজ করছেন বাংলাদেশের ফুটবলের জন্য, এশিয়ার ফুটবলের জন্য এবং সর্বোপরি বিশ্বের ফুটবলের জন্য। প্রায় এক বছর আগে আমি একদিনের জন্য আপনাদের সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেছি এবং বিশ্বাস করুন, আমি আবারও আপনাদের কংগ্রেসে ঢাকায় যেতে আগ্রহী। আমি আবার ফিরব, সবকিছু স্বাভাবিক হলে।’

ইনফান্তিনো ভিডিও বার্তায় আরও জানান, ‘আমি জানি, বাংলাদেশের ফুটবল একটি নিরাপদ ও দক্ষ হাতের তত্ত্বাবধানে রয়েছে এবং আমি আবারও একটি সফল নির্বাচন কামনা করছি এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের কঠোর পরিশ্রমের জন্য। ফিফা আপনাদের পাশে আছে এবং এই দুর্যোগপূর্ণ সময়ে কোভিড রিলিফ ফান্ডের মাধ্যমে আমাদের সাহায্য ও সহযোগিতা দ্বারা আমরা সকলে একাত্ম ও একটি দল হয়ে এই পরিস্থিতিকে জয় করব। সকলকে শুভকামনা জানাচ্ছি।’

প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সন্ধ্যা ছয়টার দিকে নির্বাচন শেষ হবে বলে জানানো হয়েছে। এরপর ভোট গণনা শেষে নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে।

কাজী সালাউদ্দিন জিয়ান্নি ইনফান্তিনো প্রার্থীদের শুভেচ্ছা ফিফা সভাপতি বাফুফে নির্বাচন বাংলাদেশ ফুটবল ফেডারশন-বাফুফে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর