Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ লেনদেনের শঙ্কা, গোয়েন্দার নজরে বাফুফে নির্বাচন


২৭ সেপ্টেম্বর ২০২০ ০০:১৩

ঢাকা: আসন্ন বাফুফে নির্বাচন ঘিরে প্রতিদিন কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের নিয়ে মত বিনিময় সভা করছে প্যানেলগুলো। তবে চার বছর ঘুরে নির্বাচন আসলেই যেন অবৈধ অর্থ লেনদেনের শঙ্কা ঘিরে ধরে। ভোটারদের ভোট আদায়ে এমন অবৈধ প্ররোচনা এবার নজরদারি করছে দেশের গোয়েন্দা সংস্থারা।

অর্থ দিয়ে ভোট আদায়ের এই পথ বন্ধ করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের উপর কড়া নজরদারি রাখবে দেশের গোয়েন্দা সংস্থাগুলো।

বিজ্ঞাপন

অবৈধ অর্থ লেনদেন ঠেকাতে গোয়েন্দা সংস্থার কাছে নির্বাচনের চূড়ান্ত প্রার্থী ও ভোটার তালিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন। এ ধরনের অবৈধ কাজ প্রমাণিত হলে সরাসরি ব্যবস্থা নিবে গোয়েন্দা সংস্থা।

বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে অবৈধ অর্থ লেনদেনের শঙ্কা থেকে গোয়েন্দাদের দ্বারস্থ হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন, ‘স্পেশিফিকভাবে গোয়েন্দা সংস্থাদের কাছে ভোটার তালিকা, প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে। লেনদের শঙ্কা আছে, তারা যেন নজরদারি করে তারাই যেন ব্যবস্থা গ্রহণ করে।’

ফুটবলের বদনাম হয় এমন কাজ যাতে নির্বাচনে না করা হয় তারও আহ্বান করেন প্রধান নির্বাচন কমিশনার, ‘ফুটবলের যাতে বদনাম না হয়, বাফুফের যাতে বদনাম না হয় তার স্বার্থেই সবাইকে উদ্যোগী হতে হবে।’

আগামী ৩ অক্টোবর বাফুফের নির্বাচনের আয়োজন করা হচ্ছে। ২১ পদের বিপরীতে দুই প্যানেলের ৪৬ প্রার্থী নির্বাচন করছেন। স্বতন্ত্রভাবে সভাপতি পদে নির্বাচন করছেন শফিকুল ইসলাম মানিক।

অবৈধ লেনদেন গোয়েন্দার নজরে বাফুফে টপ নিউজ বাফুফে নির্বাচন বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর