রোনালদোর আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি!
৯ সেপ্টেম্বর ২০২০ ০২:০৫
রেকর্ডটা যেন শেষের জন্য তুলে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই তো নেশনস লিগে পর্তুগালের প্রথম ম্যাচে মাঠেই নামেননি তিনি। তবে আবারও ক্লাব ফুটবলের ফেরার আগে পর্তুগালের হয়ে সুইডেনের বিপক্ষে মাঠে নামেন রোনালদো। ম্যাচের আগেই কানাঘুষা চলছে আজই হয়ত হতে চলেছে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম গোলটি। সংবাদমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র, রোনালদো ছুঁয়ে ফেলবেন গোলের শতক। তাই তো সুইডেনের বিপক্ষের পর্তুগালের ম্যাচটি ঘিরে ছিল বিশেষ উত্তেজনা।
ম্যাচের ৪৪তম মিনিটে জাও মোতিনহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সুইডেনের গুস্তাভ সভেন্সন। আর তাতেই ডি বক্সের ২৫ গজ দূরে ফ্রিকিক পায় পর্তুগাল। এমন জায়গা থেকে কতবার লক্ষ্যভেদ করেছেন রোনালদো, তা জানতে দেখতে হবে পরিসংখ্যানের খাতা। রোনালদো চিরচারিত ভঙ্গিতে বলের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে, রেফারি বল শট নেওয়ার বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে ভেতরের অক্সিজেনের ঘাটতিটা পূর্ণ করে দৌড়ে গিয়ে সজোরে বলে আঘাত করলেন রোনালদো।
আর এর ন্যানো সেকেন্ডের মধ্যেই সতীর্থদের সঙ্গে বুনো উল্লাসে মেতে উঠলেন পর্তুগিজ সম্রাট। ইউরোপিয়ান ফুটবলারদের মধ্যে ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক গোলের শতক পূর্ণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ইরানের কিংবদন্তি ফরোয়ার্ড আলী দাইয়ের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পূর্ণ করলেন গোলের শতক। আলী দাই ইরানের হয়ে ১০৯টি গোল করেছিলেন। তিনি অবসর নেওয়ায় এই রেকর্ডটা নিজের করে নেওয়ার হাতছানি সামনে রোনালদো।
গুনে গুনে আর মাত্র ১০টি গোল করতে পারলেই এককভাবে এই রেকর্ডের মালিকানা প্রতিষ্ঠা করবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই ১০০ গোলের মধ্যে বাঁ-পা দিয়ে করেছেন ২২টি গোল, ডান পা দিয়ে করেছেন ৫৪টি এবং ২৪টি গোল করেছেন হেড দিয়ে। যার মধ্যে ১০টি গোল এসেছে ফ্রিকিক থেকে, ৭৯টি ওপেন প্লে থেকে এবং ১১টি গোল করেছেন পেনাল্টি স্পট থেকে।
রোনালদোর করা ১০০ গোলের ভেতর কেবল ১৭টি গোল এসেছে ফিফার অনুমোদিত প্রীতি ম্যাচ থেকে, ৩০টি গোল করেছেন বিশ্বকাপ বাছাই পর্বে, ৭টি গোল করেছেন বিশ্বকাপের মূল মঞ্চে, ৩১টি গোল করেছেন ইউরোর বাছাই পর্বে (যা এখন এককভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড), ৯টি গোল করেছেন উয়েফা ইউরোতে, ২টি গোল করেছেন কনফেডারেশন কাপে এবং ৪টি গোল করেছেন উয়েফা নেশনস লিগে।
আন্তর্জাতিক একশ গোল উয়েফা নেশনস লিগ ক্রিস্টিয়ানো রোনালদো গোলের শতক টপ নিউজ পর্তুগাল