‘একচেটিয়া নির্বাচনের’ প্যানেল ঘোষণা সালাউদ্দিন-মুর্শেদীর
৭ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৪
ঢাকা: একচেটিয়ে নির্বাচনের আভাসের মধ্যে প্যানেল ঘোষণা করেছে তিনবার টানা সভাপতি পদে বহাল থাকা কাজী সালাউদ্দিন-সালাম মুর্শেদী। গেলবারের প্যানেল থেকে এবার দুয়েকজন যোগ-বিয়োগ করে সম্মিলিত পরিষদ নামে প্যানেল ঘোষণা করেছেন সালাউদ্দিন। সহ-সভাপতি পদে এই প্যানেলে নতুন যোগ হয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও ফুটবল সংগঠক আতাউর রহমান মানিক।
বাফুফে ভবনের সামনে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করার তৃতীয় দিনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে সালাউদ্দিন প্যানেল সম্মিলিত পরিষদ।
কাজী সালাউদ্দিনের নেতৃত্বে এই প্যানেলের প্রধান সমন্বয়ক হিসেবে রাখা হয়েছে আলহাজ্ব শামসুল হক চৌধুরীকে, সমন্বয় হিসেবে থাকছেন আলহাজ্ব সালেহ জামান সেলিম।
আগামিকাল মঙ্গলবার দুপুর ৩টায় ইলেকশন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দিবে এই সম্মিলিত প্যানেল পরিষদ।
এই প্যানেলে যোগ হওয়া নতুন নামদের দলে ঢোকানো নিয়ে বলেছেন কাজী সালাউদ্দিন, ‘ইমরুল হাসান তিনটি দল চালান। পরিচিত মুখ ফুটবলের। এদিকে মানিক কিছু কিছু ক্লাবে ফাইনান্স করেন। আমাদের মেয়েদের খেলায় ফাইনান্স করেন। ফুটবলের স্বার্থে তাদের মতো লোক আমাদের দরকার।’
প্যানেলের নতুন মুখ: ইমরুল হাসান (সহ-সভাপতি), আতাউর রহমান মানিক (সহ-সভাপতি), আসাদুজ্জামান মিঠু (সদস্য), কামরুল হাসান হিলটন (সদস্য), সৈয়দ রিয়াজুল করিম (সদস্য) ও ইমতিয়াজ হামিদ সবুজ (সদস্য)।
বাদ পড়েছেন যারা: মহিউদ্দিন আহমেদ মহি (সহ-সভাপতি), বাদল রায় (সহ-সভাপতি), মো.ফজলুর রহমান বাবুল (সদস্য), আব্দুর রহিম (সদস্য)।
বাফুফে নির্বাচনকে সামনে রেখে ৫ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র সংগ্রহের সময় শুরু হয়েছে। আজ মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ দিন। এ দিনেই সভাপতি পদ থেকে শুরু করে ২১ পদে প্রার্থীতার মনোনয়নপত্র সংগ্রহ করতে লোকে লোকারণ্য হচ্ছে বাফুফে ভবন তা বলার অপেক্ষা রাখে না। সকাল থেকে বাফুফে ভবনজুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই কার্যক্রম। বাফুফের হিসাব শাখা থেকে মনোনয়ন কেনা যাবে। মনোনয়নপত্রের মূল্য সভাপতি পদের জন্য এক লাখ, সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ হাজার এবং সদস্য পদের জন্য ২৫ হাজার টাকা (অফেরতযোগ্য)।
৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়া যাবে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরদিন মনোনয়নপত্রের ওপর আপত্তি শোনা হবে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, ১১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই (বিকেল ৩টা থেকে), ৮-১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও ব্যালট দেয়া হবে। ৩ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম), নির্বাচন (দুপুর ২টা থেকে বেলা ৬টা) ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
১৩৯ জন কাউন্সিলর একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।
আগামী ৩ অক্টোবর আয়োজন হবে এবারের বাফুফে নির্বাচন ও সাধারণ বার্ষিক সভা।
কাজী সালাউদ্দিনের প্যানেল
সভাপতি: কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি: আবদুস সালাম মুর্শেদী। সহ-সভাপতি: কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, আমিরুল ইসলাম বাবু ও আতাউর রহমান মানিক।
সদস্য: হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, মহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন চৌধুরী, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, কামরুল হাসান হিলটন, সৈয়দ রিয়াজুল করিম ও ইমতিয়াজ হামিদ সবুজ, নুরুল ইসলাম।
টপ নিউজ বাফুফে বাফুফে নির্বাচন বাংলাদেশ ফুটবল ফেডারশন-বাফুফে