Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ এহতেশাম সুলতান আর নেই


১৭ আগস্ট ২০২০ ১৩:২১ | আপডেট: ১৭ আগস্ট ২০২০ ১৫:৪৮

ঢাকা: বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড়, কোচ, ফুটবলার ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ এহতেশাম সুলতান আর নেই। আজ সোমবার ভোর রাতে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

দীর্ঘদিনধরে লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি। মিরপুরের এক স্থানীয় হাসপাতালে ভোর সাড়ে পাঁচটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বিজ্ঞাপন

মরহুমের নামাজে জানাজা আজ দুপুর বেলা ৩ ঘটিকায় মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হবে।

এহতেশাম সুলতান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনির আপন বড় ভাই।

তার কোচিংয়ে গড়ে ওঠা শিষ্য কোচ ও সাবেক হকি খেলোয়াড় মওদুদুর রহমান শুভ গুরুকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘জাতীয় দলে আমি যখন প্রথম সুযোগ পাই ১৯৯৮ সালে সেই দলের কোচ ছিলেন এহতেশাম সুলতান ভাই। আজ তিনি চলে গেলেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাত নসীব করুন। নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার ব্যাপারে ছিলেন খুবই কঠোর । প্রথম দিকে বেশ ভয় ও পেতাম তাকে। পরবর্তীতে অবশ্য ভয়টা ছিলনা তবে শ্রদ্ধা ছিল সব সময়। হকিতে একজন অভিভাবক হারালাম আমরা।’

এই বর্ষীয়ান ক্রীড়াবিদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ ফুটবল ক্লাবস এসোসিয়েশনের সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

এহতেশাম সুলতান খেলোয়াড় জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৃত্যু লিভার ক্যান্সার