প্রথম ধাপের পরীক্ষায় করোনা ধরা পড়েনি যুবা ক্রিকেটারদের
১৭ আগস্ট ২০২০ ১১:৫৯ | আপডেট: ১৭ আগস্ট ২০২০ ১২:০৭
২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর বিকেএসপিতে রয়েছে অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প। সেই ক্যাম্প সামনে রেখে প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন ৪৫ ক্রিকেটার। তাদের মধ্যে প্রথম ধাপে যে ১৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়েছে, তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
শুধু ক্রিকেটাররাই নন, ১২ সাপোর্টিং স্টাফের পরীক্ষাও করা হয়েছে প্রথম ধাপে। তাদের সবার রিপোর্টও নেগেটিভ এসেছে। অর্থাৎ মোট ২৭ সদস্যের কেউই করোনা আক্রান্ত নন।
আরও পড়ুন- শুরু হলো ক্রিকেটারদের করোনা পরীক্ষা
সোমবার (১৭ আগস্ট) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এ এম কায়সার ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তারা বলেন, ‘খুবই ভালো খবর। প্রথম ধাপে পরীক্ষা করা ১৫ ক্রিকেটার ও ১২ কোচিং স্টাফের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।’
বলে রাখা ভালো, করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তারা সবাই আজই ক্যাম্পে যোগ দিতে বিকেএসপিতে চলে যাবেন।
প্রথম ধাপের ধারাবাহিকতায় ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা। আর ২০ আগস্ট অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের পরীক্ষা। এই দুই ধাপে কারও শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করবে বিসিবির মেডিকেল ইউনিট।
অনূর্ধ্ব-১৯ আবাসিক ক্যাম্প করোনা পরীক্ষা করোনা পরীক্ষার ফল ক্রিকেটার টপ নিউজ টাইগার যুবা