Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডে ফাহাদ ও রানী হামিদের স্বস্তির জয়


১৪ আগস্ট ২০২০ ২০:২৬

ঢাকা: বিশ্ব দাবা সংস্থার (ফিদে) আয়োজনে অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২,পুল এ- এর খেলা আজ শুক্রবার (১৪ আগস্ট) হতে বাংলাদেশ সময় দুপুর থেকে শুরু হয়েছে। প্রথম দিনের খেলায় বেশিরভাগ ম্যাচই হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তবে হারের মধ্যে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

বাংলাদেশসহ ১০টি দেশকে নিয়ে পুল এ গঠিত হয়েছে। বাংলাদেশ ছাড়া পুল ’এ’ অন্যান্য দেশগুলো হলোঃ ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জার্মানী, বেলারুশ, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, তুর্কমেনিস্তান ও কিরগিজিস্তান।

বিজ্ঞাপন

আজ প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ ১.৫-৪.৫ গেম পয়েন্টে জার্মানির কাছে হেরে গেলেও বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান জার্মানীর গ্র্যান্ড মাস্টার এঞ্জেল লুইসকে পরাজিত করেন এবং গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার জার্মানীর গ্র্যান্ড মাস্টার ওয়াংনার ডেনিসের সাথে ড্র করেন।

অন্য চারটি খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক নারী মাস্টার শারমীন সুলতানা শিরিন ও নারী ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা যথাক্রমে জার্মানীর গ্র্যান্ড মাস্টার ফ্রিডম্যান ডানিয়েলের কাছে, ফিদে মাস্টার সুলজ লারার কাছে, নারী গ্র্যান্ড মাস্টার ওসমানোয়া ফিলিজের কাছে ও ফিদে মাস্টার স্ক্যাইডের জানার কাছে হেরে যান। দ্বিতীয় রাউন্ডের বাংলাদেশ বেলারুশের কাছে ২-৪ গেমে পয়েন্টে পরাজিত হন।

দ্বিতীয় রাউন্ডে নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম বেলারুশের নারী ফিদে মাস্টার তারাসেনকা আলেকজান্দ্রাকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ বেলারুশের গ্র্যান্ড মাস্টার আলেক্সি আলেকজান্ডারভের সাথে ও গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার গ্র্যান্ড মাস্টার স্টুপাক কিরিলের সাথে ড্র করেন। নারী ফিদে মাস্টার নাজরানা খান ইভা, নারী ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মী ও ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে বেলারুশের আন্তর্জাতিক মাস্টার জিয়াজিউলকিনা নাসতাসিয়ার কাছে, ফিদে মাস্টার স্টেটকো লেনিটার কাছে ও আন্তর্জাতিক মাস্টার নিকিটেনকো মিখাইলের কাছে হেরে যান।

বিজ্ঞাপন

তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ বেলজিয়ামের কাছে ২.৫-৩.৫ গেম পয়েন্টে পরাজিত হয়। গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার বেলজিয়ামের মেমিটি কাসট্রিওটকে এবং আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ বেলজিয়ামের কুভেলিয়ার এনিলিসকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টারি নিয়াজ মোরশেদ ফিদে মাস্টার লিনারেটস লিনার্টের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান বেলজিয়ামের ফিদে মাস্টার ডি ওয়ায়েলি ওয়ার্নির কাছে, আন্তর্জাতিক নারী মাস্টার শারমীন সুলতানা শিরিন মুসাবিয়েভা ডিয়েনার কাছে ও নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ডি রাইকেতিয়ানির কাছে হেরে যান।

আগামিকাল শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে চতুর্থ, ৩ টা থেকে পঞ্চম ও ৪টা টা হতে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে। বাংলাদেশ চতুর্থ রাউন্ডে অস্ট্রেলিয়ার সাথে, পঞ্চম রাউন্ডে বুলগেরিয়ার সাথে ও ষষ্ঠ রাউন্ডে কিরগিজিস্তানের সাথে খেলবে।

রাউন্ড-রবীন লিগ পদ্ধতিতে পুল ‘এ’ খেলা অনুষ্ঠিত হবে এবং শীর্ষস্থান প্রাপ্ত ৩টি দল টপ ডিভিশনে উন্নীত হবে।

দাবাং ফাহাদ রহমান বিশ্ব দাবা অলিম্পিয়াড রানী হামিদ