Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন বছরের চুক্তিতে আর্সেনালে উইলিয়ান


১৪ আগস্ট ২০২০ ১৯:০৮

আর্সেনালে যাচ্ছেন উইলিয়ান, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। সেটার সত্যতা পাওয়া গেল এবার। ৩২ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে আর্সেনাল।

চেলসি ছেড়ে দিচ্ছেন সেটা আগস্টের শুরুতেই নিশ্চিত করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও নতুন চ্যালেঞ্জের খোঁজে প্রস্তাবে রাজি হননি উইলিয়ান। তবে ইংল্যান্ডেই খুঁজে নিলেন নতুন ঠিকানা।

বিজ্ঞাপন

আর্সেনালের কোচ মিকেল আর্তেতা বললেন, অনেকদিন ধরেই উইলিয়ানের দিকে নজর রাখছিল তারা, ‘আমি বিশ্বাস করি, আর্সেনালের হয়ে সে পার্থক্য গড়ে দিতে পারবে। আমরা গত কয়েক মাস ধরে তার দিকে নজর রাখছিলাম, আমরা তার মতো একজন আক্রমণাত্মক ফুটবলারই চাইছিলাম। উইলিয়ান দুই তিনটা পজিশনে খেলতে সক্ষম।’

২০১৩ সালে তিন কোটি পাউন্ডের ট্রান্সফার ফিতে চেলসিতে যোগ দিয়েছিলেন উইলিয়ান। সাত বছরে স্ট্যামফোর্ড ব্রিজের দলটির হয়ে ৩৩৯ ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান তারকা। গোল করেছেন ৬৩টি। চেলসির হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি ইউরোপা লিগসহ মোট পাঁচটি শিরোপা জিতেন উইলিয়ান।

আর্সেনাল উইলিয়ান চেলসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর