Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাটলেটিকোয় চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টারের আগে করোনার হানা


১০ আগস্ট ২০২০ ১২:১৬

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে উঠতে বড় বাধা ডিঙাতে হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। গেল আসরের চ্যাম্পিয়ন লিভারপুলকে দুই লেগেই হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছিল মাদ্রিদের ক্লাবটি। কথা ছিল আগামী ১৪ই আগস্ট কোয়ার্টার ফাইনালে আরবি লেইপঝিগের বিপক্ষে খেলতে নামবে। কিন্তু হঠাৎ করেই অ্যাটলেটিকো শিবিরে হানা দিয়েছে করোনাভাইরাস। অ্যাটলেটিকোর খেলোয়াড় কর্মকর্তাদের মধ্যে অন্তত দুজন করোনা পজিটিভ।

বিজ্ঞাপন

এবার চ্যাম্পিয়নস লিগ জয়ের বেশ সম্ভবনা ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। শেষ ষোলয় লিভারপুলকে বিদায় করা অ্যাটলেটিকোও ছিল দুর্দান্ত ফর্মে। আর পথের কাঁটা হিসেবে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস আর লিভারপুলের মতো দলও বিদায় নিয়েছে রাউন্ড অব ১৬ থেকে। তাই তো প্রথমবারের মতো ইউসিএল শিরোপা জয়ের আশায় বিভোর ছিল অ্যাটলেটি। তবে তাদের স্বপ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছে করোনাভাইরাস।

করোনাভাইরাস থেকে খেলোয়াড়দের সুরক্ষিত রাখার জন্য উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল আয়োজিত করতে যাচ্ছে পর্তুগালের লিসবনে। তবে তার আগেই জানা গেছে, অ্যাটলেটিকোর খেলোয়াড় কর্মকর্তাদের মধ্যে অন্তত দুজন করোনা পজিটিভ। তাদের মধ্যে অন্তত একজন খেলোয়াড় রয়েছে। লিসবনগামী ৯৩ সদস্যের সে দলটার করোনা পরীক্ষা করা হয় যাত্রার আগে। সে পরীক্ষাতেই ধরা পড়ে করোনার অস্তিত্ব। এখন সে দুজনকে আইসোলেশনে রাখা হয়েছে।

অ্যাটলেটিকো মাদ্রিদ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘গত আট তারিখ শনিবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল খেলার জন্য লিসবনে যাওয়ার ঠিক আগে উয়েফার নিয়ম অনুযায়ী সিউদাদ দেপোর্তিভা দে মাহাদাহোন্দাতে আমাদের খেলোয়াড় এবং কর্মকর্তাদের পিসিআর পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে জানা গেছে, দুজন করোনা পজিটিভ। দুজনকেই নিজেদের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। ব্যাপারটা এর মধ্যেই উয়েফা, স্প্যানিশ ও পর্তুগিজ স্বাস্থ্য সংস্থা, ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া কাউন্সিলকে জানিয়ে দেওয়া হয়েছে। একই রকম ভাবে এ অবস্থায় প্রয়োজনীয় সকল প্রোটোকল অনুসরণ করা হচ্ছে। লিসবনে নামার সঙ্গে সঙ্গে বাকিদের আবারও পিসিআর পরীক্ষা করা হবে। করোনা আক্রান্ত দুজনের সান্নিধ্যে যারা সবচেয়ে বেশি থাকেন এ কয়দিনে তাদের বের করা হবে। যে কারণে অনুশীলন শিডিউল, পর্তুগালের রাজধানীতে থাকার জায়গা, ও যাত্রার সকল কার্যক্রমে পরিবর্তন এসেছে। নতুন পরিকল্পনা খুব শিগগিরই উয়েফাকে জানানো হবে, জানানো হবে বাকি সবাইকেও। আমরা অনুরোধ করছি, আক্রান্ত দুজনের প্রতি সম্মান দেখিয়ে তাঁদের নাম-পরিচয় যেন গোপন রাখা হয়।’

বিজ্ঞাপন

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে যে দুজনের করোনা পজিটিভ তারা ইতোমধ্যেই অন্যান্য খেলোয়াড় এবং কর্মকর্তাদের সংস্পর্শে এসেছে এবং তাদেরও আক্রান্ত করে দিয়ে গেছেন। এ কারণে সোমবার আবারও সকলের আরও একটি পরীক্ষা করা হবে। আর তাই তো সোমবার পর্যন্ত পর্তুগাল যাত্রা স্থগিত করেছে ক্লাবটি।

অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম অ্যাটলেটিক বিলবাও উয়েফা চ্যাম্পিয়নস লিগ করোনাভাইরাস কোয়ার্টার ফাইনাল লিসবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর