Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ যেতে না যেতেই মাঠে রোনালদো অনুসারী সানজিদা


৪ আগস্ট ২০২০ ০০:০১

ঢাকা: ঈদের আনন্দ যেতে না যেতেই মাঠে নেমে পড়েছেন বয়সভিত্তিক ও জাতীয় নারী ফুটবল দলের সদস্য সানজিদা আক্তার। ফিটনেস ধরে রাখতে কোচের নির্দেশনা অনুযায়ী শিডিউল করে অনুশীলনে ঘাম ঝড়াতে নেমে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর এই অনুসারী।

ময়মনসিংহের কলসুন্দরের এই ফুটবলার এখন গ্রামের বাসায় অবস্থান করছেন। জাতীয় দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের পরামর্শ ও নির্দেশনা নিয়ে মাঠে নিয়মিত হয়েছেন। ডিজিটাল প্লাটফর্ম জুমে সপ্তাহে একবার মিটিং করে আপডেট দিচ্ছেন সব ফুটবলাররা।

বিজ্ঞাপন

কোয়ারেন্টাইনে অনুশীলনের পাশাপাশি পরিবারে সময় দিচ্ছেন বলে জানালেন সানজিদা, ‘আমি ভাল আছি; বাড়িতে পরিবারের সাথে সময় কাটাচ্ছি। আমরা ক্যাম্পে দীর্ঘ সময় কাটাই, তাই পরিবারের সাথে সময় কাটাতে পারি না। তবে এখন আমাদের পর্যাপ্ত সময় রয়েছে এবং এটা কাজে লাগানোর চেষ্টা করছি।’

অনুশীলন করছেন কোচদের নির্দেশনা মতো। বললেন, ‘আমাদের ছোটন স্যার, কিরণ আপা শুরু থেকেই আমাদের সাথে যোগাযোগ করে আসছেন। এছাড়াও প্রতি সপ্তাহে আমাদের একটি জুম মিটিং হয়। সেখানে কোচরা আমাদের প্র্যাক্টিস শিডিউল এবং ফিডব্যাক দেয়।’

সেই নির্দেশনা মেনে বাড়ি ও বাড়ির বাইরে অনুশীলন চালিয়ে যাচ্ছেন সানজিদা, ‘আমরা বাড়িতে এবং বাইরে দুই জায়গা মিলিয়েই তাদের নির্দেশনা অনুযায়ী প্র্যাক্টিস করি। তবে আমরা ভিড়ে যাই না, এড়িয়ে চলার চেষ্টা করি।’

অনুশীলন ক্রিস্টিয়ানো রোনালদো ঘাম জাতীয় নারী ফুটবল দল ফিটনেস সানজিদা আক্তার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর