Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারফরম্যান্স মূল্যায়নের জন্য জেমিকে সুমনের কৃতজ্ঞতা প্রকাশ


২৯ জুলাই ২০২০ ০১:২৫

ঢাকা: জাতীয় দলের ক্যাম্পে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সুমন রেজা। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইকে কেন্দ্র করে ৩৬ ফুটবল বহরে ডাক পাওয়া টাঙ্গাইলের এই ফুটবলার ধন্যবাদ জানিয়েছেন দলের প্রধান কোচ জেমি ডে। লিগে পারফরম্যান্সের ভিত্তিতে ফুটবলারদের মূল্যায়ন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উত্তর বারিধারার এই ফুটবলার।

জেমির পাশাপাশি বাফুফেকেও ধন্যবাদ জানিয়ে সুমন রেজা বলেন, ‘আমি জাতীয় দলে ডাক পেয়েছি। আমার পারফরম্যান্স মূল্যায়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) এবং প্রধান কোচ জেমি ডে কে ধন্যবাদ।’

বিজ্ঞাপন

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগের ১৩ দলের মধ্যে বসুন্ধরা কিংসের আধিপত্য জাতীয় দলে। এরপর ঢাকা আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল সবচেয়ে বেশি ফুটবলার জায়গা করে নিয়েছে জাতীয় দলে। এর মধ্যে নতুন করে বাংলাদেশ পুলিশ ফুটবল দল থেকে দু’জন ফুটবলার প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। তা বাদে বাকী সব দল গুলোর মধ্যে মাত্র একজন ফুটবল ক্যাম্পে ডাক পেয়েছেন। জায়গা করে নিয়েছেন ৩৬ সদস্যের ফুটবল দলে। তিনি হলেন সুমন রেজা।

উত্তর বারিধারার এই অধিনায়ক জেমির নজরে এসেছেন ফেডারেশন কাপ ও লিগের পারফরম্যান্স দিয়ে। আলফাজ আহমেদের ডেরায় আন্ডারডগ উত্তর বারিধারা দলের এই অধিনায়ক নিয়মিতভাবে দলের একাদশে থেকে দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দলের পারফরম্যান্সেও ভূমিকা রাখছেন আক্রমণভাগের এই ফুটবলার। চ্যাম্পিয়নশিপ লিগে বারিধারাকে রানার্স আপ করার পেছনে এই ফুটবলারের অবদান ছিল অনস্বীকার্য। পরে প্রিমিয়ার লিগে সেই ধারা অব্যাহত রেখেছে সুমন। জায়গা করে নিয়েছেন জেমির বহরে।

বিজ্ঞাপন

মূল দলে সুযোগ পেলে নিজের পুরোটা ঢেলে দিবেন বলে আশাবাদী সুমন, ‘আমি ফিফা-এএফসি যৌথ বাছাইপর্বের দলের জন্য মনোনিত হয়েছি। আমি সেখানে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

জাতীয় দলের স্বপ্ন দেখা স্বপ্নাতুর ফুটবলারদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ফুটবলের সব লিগ দ্রুত চালু করে তা ধারাবাহিকভাবে আয়োজন করার দাবি জানিয়েছেন এই সদ্য ডাক পাওয়া ফুটবলার, ‘আমি মনে করি সকল ঘরোয়া লীগ চালিয়ে যাওয়া উচিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতি শিগগিরই শুরু হচ্ছে; বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল), প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, অগ্রণী লীগ এবং জেলা পর্যায়ের লীগসহ অন্যান্য ঘরোয়া লীগগুলিও যত দ্রুত সম্ভব শুরু করা উচিত। লীগগুলি শুরু হলে, আমরা আরও খেলোয়াড় পাব এবং আমাদের জাতীয় দল উপকৃত হবে। ভালো খেলোয়াড়রা আমাদের খেলার মান বাড়িয়ে দেবে। এটা আমাদের দেশের জন্য ভাল হবে।’

ফুটবলাররা নিয়মিতভাবে মাঠে থাকলেই জাতীয় দলের পাইপলাইন পাকাপোক্ত হবে বলে মত জানান সুমন, ‘আমি মনে করি আমরা যত বেশি খেলবো, লিগ আয়োজন করবো, ততবেশি তরুণ প্রতিভার খোঁজ পাবো। আর এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) এর জন্যেও খুব ভালো হবে কারণ প্রচুর নতুন খেলোয়াড়ের তালিকা তখন তাদের কাছে চলে আসবে।’

উত্তর বারিধারা জাতীয় ফুটবল দল জেমি ডে ডাক বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বকাপ বাছাই সুমন রেজা