Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে ৩৬ ফুটবলারের নাম ঘোষণা


২৬ জুলাই ২০২০ ১৫:০৯ | আপডেট: ২৬ জুলাই ২০২০ ১৮:২৩

ফাইল ছবি

ঢাকা: অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে ডাকা প্রাথমিক ক্যাম্পের জন্য ৩৬ জন ফুটবলারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চার নতুন ফুটবলার ডাক পেয়েছেন এই আইসোলেশন ক্যাম্পে।

রবিবার (২৬ জুলাই) এক বিবৃতির মাধ্যমে দল ঘোষণা করেছে ফেডারেশন। এক মাসের মধ্যে এই দলকে ছোট করে ২৫ এ নিয়ে আসা হবে বলে জানা যায়।

ক্যাম্পে ডাক পাওয়া দলের মধ্যে যুক্ত হয়েছেন ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার তারিক কাজী। এছাড়াও নতুন তিন ফুটবলার নাজমুল ইসলাম রাসেল (বাংলাদেশ পুলিশ), এম এস বাবলু (বাংলাদেশ পুলিশ) ও সুমন রেজা (উত্তর বারিধারা) ডাক পেয়েছেন ক্যাম্পে।

ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে জানান, ‘৭ আগস্ট থেকে যে আইসোলেশন ক্যাম্প শুরু হচ্ছে তারই প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। বিদেশি কোচের স্টাফরাও মধ্য আগস্টের মধ্যে চলে আসবে। আমি খুশি যে নতুন প্লেয়ার কিছু যোগ করতে পেরেছি। আমি অপেক্ষায় আছি তাদের দেখার জন্য। তাদের সবার সঙ্গে কাজ করার অধীর আগ্রহে আছি। অক্টোবর ও নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে আমাদের।’

বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘জেমি ডে, বিশ্বকাপ বাছাইয়ের বাকী ম্যাচগুলোর প্রস্তুতির জন্য আগস্টের ৭ তারিখ ক্যাম্প শুরু করতে যাচ্ছি। তার আগেই জাতীয় দলের কোচ (জেমি ডে) থেকে ৩৬ জনের একটা তালিকা পেয়েছি। যেটা আমরা গণমাধ্যমের কাছে দিয়েছি। মূল ম্যাচের আগে হয়তো দুটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হতে পারে। ক্যাম্পে যদি কোন ফুটবলার অসুস্থ থাকে বা ইনজুরিতে পড়ে যায় সেজন্য অন্য প্লেয়াররা যাতে ফিট থাকতে পারে এজন্য ৩৬ জন ফুটবলার ডাকা হচ্ছে।’

বিজ্ঞাপন

ক্যাম্পে এক মাসের মধ্যেই দল ছোট করা হবে বলে জানান তিনি, ‘এক মাসের মধ্যে সেই সংখ্যা নেমে ২৫ আসবে। যারা মূল ম্যাচের জন্য প্রস্তুত হবেন। তারপর অফিসিয়ালি ২৩জন খেলবে আগামী বিশ্বকাপ ম্যাচেই।’

৩৬ ফুটবলারের তালিকা:
গোলরক্ষক: আশরাফুল রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, পাপ্পু হোসেইন
ডিফেন্ডার: তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মঞ্জুরুল ইসলাম মানিক
মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, তারিক কাজী, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুম মিয়া জনি, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, আরিফুর রহমান, রিয়াদুল হাসান রাফি, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেইন, নাজমুল ইসলাম রাসেল
ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দীন, নবীব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আব্দুল্লাহ, এম এস বাবলু, সুমন রেজা

৩৬ জন ফুটবলার ক্যাম্প টপ নিউজ ডাক ফুটবলার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর