Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির দাপটে চতুর্থ দিনেও ইনডোর অনুশীলনে টাইগাররা


২২ জুলাই ২০২০ ১৪:১৮ | আপডেট: ২২ জুলাই ২০২০ ১৪:২৯

শ্রাবণের টানা বর্ষণে চতুর্থদিনেও আউটডোর অনুশীলন করতে পারেননি টাইগার ক্রিকেটাররা। বৃষ্টির দাপটে ক্রিকেট একাডেমির মাঠে পানি জমে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো এদিনও ইনডোরেই ব্যক্তিগত অনুশীলন সারতে হয়েছে।

শ্রাবণের ঝুম বৃষ্টিতে গত পরশু ইনডোরেই ব্যক্তিগত অনুশীলন সারতে হয়েছিল ইমরুল কায়েস ও মো: মিঠুনকে। শের -ই-বাংলার ইনডোরে ব্যাটিং ও জিমে ফিটনেস অনুশীলনে ঘাম ঝরিয়েছিলেন এই দুই টাইগার। পরদিন শ্রাবণের বারিধারা অব্যহত থাকলেও তা মাথায় নিয়েই মিরপুর জাতীয় একাডেমি মাঠে বিসিবি’র সূচি অনুযায়ী রানিং করেছিলেন মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, ইমরুল কায়েস ও মেহেদী হাসান রানা।

বিজ্ঞাপন

কিন্তু আজ বৃষ্টির প্রাবল্যতায় মাঠে পানি জমে যাওয়ায় রানিং সম্ভবপর হয়ে ওঠেনি। দ্বিতীয় দিনের মতো চতুর্থ দিনেও স্রেফ ইনডোরে অনুশীলন করেই তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের।

বিসিবি’র সূচি অনুযায়ী বুধবার (২২ জুলাই) অনুশীলনের কথা ছিল ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান রানার। কিন্তু করেছেন দু’জন। পারিবারিক কারণে ব্যস্ত থাকায় আসতে পারেননি ইমরুল কায়েস।

দিনের অনুশীলনের শুরুটা করেছেন মেহেদী হাসান রানা। সূচি অনুযায়ী সকাল ন’টায় বিসিবি’র জিমনেসিয়ামে আধা ঘণ্টা ফিটনেস নিয়ে কাজ করেছেন।

এদিকে মোহাম্মদ মিঠুনের আজ জিম সেশন ছিল না। ছিল কেবল রানিং ও ব্যাটিং। অবশ্য দুটোই করেছেন, তবে ইনডোরে। একাডেমির মাঠে পানি জমে যাওয়ায় বিসিবি’র বিশেষ ব্যবস্থাপনায় জিমের ভেতরেই করেছেন আধা ঘণ্টার রানিং। রানিং সেশন শেষে ইনডোরে প্রায় দেড় ঘণ্টা করেছেন ব্যাটিং অনুশীলন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, করোনাকালে ক্রিকেটারদের আগ্রহের প্রেক্ষিতে গত রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের আরো তিন ভেন্যু; চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

প্রথম পর্বের এক সপ্তাহের এই অনুশীলন চলবে ২৬ জুলাই পর্যন্ত।

অনুশীলন ইনডোরে অনুশীলন টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর