Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহসান হাবীবের মৃত্যুতে বিসিবি’র শোক


২০ জুলাই ২০২০ ২২:১৯

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক পরিচালক আহসান হাবিবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

শোক বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সরাসরি সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আহসান হাবীব। শুধু তাই নয়, বিসিবি’র সহযোগিতায় ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত স্বাধীনতা কাপ ক্রিকেট সম্প্রচারে আয়োজক দেশটির টেকনিক্যাল বিশেষজ্ঞের ভূমিকা পালন করেছেন বিটিভি’র সাবেক এই পরিচালক।’

বিজ্ঞাপন

এদিন সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহসান হাবীব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

আহসান হাবিব বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর