এক মাসের চুক্তি শেষে চেলসি ছাড়বেন উইলিয়ান-পেড্রো?
৭ জুলাই ২০২০ ১৫:০৬ | আপডেট: ৭ জুলাই ২০২০ ১৫:০৭
চেলসির সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান এবং স্প্যানিশ ফরোয়ার্ড পেড্রো রড্রিগেজের চুক্তি ছিল ২০২০ সালের জুন পর্যন্ত। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ফুটবল স্থগিত ছিল তিন মাস। আর যেই জুন মাসে উইলিয়ান-পেড্রোদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল সেই জুন মাসেই পুনরায় শুরু হয় ইংলিশ প্রিমিয়ার লিগের স্থগিত হয়ে থাকা মৌসুম। এরপর দলের সঙ্গে আরও এক মাসের চুক্তি নবায়ন করে এই দুই তারকা ফরোয়ার্ড।
নতুন স্বাক্ষর করা চুক্তি কেবল আগস্ট পর্যন্তই চেলসিতে থাকতে পারবেন উইলিয়ান এবং পেড্রো। তবে এরপর কি হবে? এরপর চেলসিত ছাড়তে হবে দুই জনকেই কারণ এখন পর্যন্ত চেলসি এই দুই ফুটবলারকে নতুন চুক্তির কোনো প্রস্তাব দেয়নি। অন্যদিকে ফরোয়ার্ড পজিশনে এরই মধ্যে হাকিম জিয়াচ এবং টিমো ভার্নারকে দলে ভিড়িয়েছে।
হাকিম জিয়েচকে আয়াক্স থেকে ৪৪ মিলিয়ন ইউরো খরচ করে এবং টিমো ভার্নারকে ৫৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্ট্যামফোর্ড ব্রিজে ভিড়িয়েছে রোমান আব্রাহামোভিচ। আর এই দুই তরুণ ফরোয়ার্ডকে জায়গা করে দিতেই নিজেদের জায়গা ছেড়ে দিতে হচ্ছে উইলিয়ান এবং পেড্রোকে। ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ২০১৩ সালে রাশিয়ান ক্লাব আঞ্ঝি মাখাচাখালা থেকে দলে ভিড়িয়ে ছিল চেলসি।
২০১৩/২০১৪ মৌসুম থেকে চেলসির আক্রমণভাগের নিয়মিত মুখ ছিলেন উইলিয়ান। অবশ্য উইলিয়ানও তার প্রতিদান দিয়েছেন শতভাগ। পূর্ণ করেছেন চেলসি তার কাছ থেকে যেমন পারফরম্যান্স আশা করে ঠিক ততটুকুই। ২০১৫/২০১৬ এবং ২০১৭/২০১৮ মৌসুমে চেলসির সেরা খেলোয়াড় হিসেবেও নির্বাচিত হয়েছিলেন উইলিয়ান। চেলসির হয়ে এখন পর্যন্ত ৩৫১ ম্যাচে ৬৪টি গোল করেছেন উইলিয়ান। ক্লাবের হয়ে দু’টি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, একটি লিগ কাপ এবং একটি ইউরোপা লিগ জিতেছেন।
অন্যদিকে পেড্রো রড্রিগেজ ২০১৫ সালে বার্সেলোনা থেকে চেলসিতে পাড়ি জমান। চেলসির হয়ে কাটানো পাঁচ মৌসুম দুর্দান্ত পারফর্মও করেছেন তিনি। নামের পাশে ২০১৮ ম্যাচে ৪৭টি গোল। চেলসির হয়ে ২০১৬/২০১৭ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, ২০১৭/২০১৮ মৌসুমে এফএ কাপ এবং ২০১৮/২০১৯ মৌসুমে জিতেছেন ইউরোপা লিগও।
চুক্তির মেয়াদ শেষের পথে হলেও এখন পর্যন্ত চেলসি নতুন চুক্তির জন্য দুইজনকে প্রস্তাব দেয়নি। অন্যদিকে আর কোনো ক্লাবের পক্ষ থেকেও এই দুই ফুটবলারের প্রতি কোনো আগ্রহও দেখা যাচ্ছে না। তবে আশার আলো দেখছেন উইলিয়ান। পুনরায় ফুটবল শুরুর পর দুর্দান্ত পারফর্ম করা উইলিয়ানকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার সম্ভবনাও দেখা যাচ্ছে। উইলিয়ান যদিও সংবাদমাধ্যমের সামনেই জানিয়েছে তিনি দলের পক্ষ থেকে তিন বছরের চুক্তি পাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
চেলসির ম্যানেজার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের ইচ্ছা দলের সঙ্গেই থাকবেন উইলিয়ান এবং পেড্রো। তিনি বলেন, ‘আমরা তাদের দুইজনের সঙ্গেই চুক্তি নবায়ন করতে চাই। আমি ভবিষ্যতে তাদের দুইজনকে চেলসির জার্সিতেই দেখছি। আমি এই ক্লাবের হয়ে খেলেছি এবং আমি দেখছি তারা দুইজনও এই ক্লাবের বিশ্বস্ত। যদিও আমি এখনো তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করিনি তবে আমরা চুক্তি নবায়নের ব্যাপারে কথা বলবো। আমাদের খেলোয়াড়রা দলের সঙ্গে খেলতে পেরে খুশি।’
অবশ্য ল্যাম্পার্ড এই দুই খেলোয়াড়ের চুক্তি বাড়ানোর কথা বলেছিলেন এক মাসের জন্য। কারণ ২৩ জুন ২০২০ এ চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল উইলিয়ান এবং পেড্রোর। তবে এরপরে আর নতুন করে চুক্তি বাড়ানোর কোনো কথা জানায়নি দুই পক্ষের কেউই। অর্থাৎ চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবেই থাকবেন এই দুই তারকা ফুটবলার। আর ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা এখনও আন্দাজও করা সম্ভব হয়ে উঠছে না। হয়তো চেলসি তাদের দুই খেলোয়াড়কে নতুন চুক্তি প্রস্তাব করবে, অথবা ফ্রি এজেন্ট হিসেবেই মৌসুম শেষে ক্লাব ছাড়বেন তারা দুইজন। সব প্রশ্নের জবাব মিলবে মৌসুম শেষেই।
চেলসির খেলোয়াড় হিসেবে উইলিয়ান এবং পেড্রো পেড্রো রদ্রিগেজ নতুন চুক্তির মেয়াদ ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত। এরপরেই তারা চাইলে যেকোনো দলে যোগ দিতে পারবেন যদি চেলসির সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ না হন।