Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফুফের তৃণমূল ফুটবল কার্যক্রমের দূত হলেন জামাল ভূঁইয়া ও সাবিনা


২৮ জুন ২০২০ ১৭:১০

ঢাকা: এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আওতায় গ্রাসরুট ফুটবল কার্যক্রমের অংশ নিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এএফসির গ্রাসরুট ক্যাটাগরিতে ঢুকতে দেশের তৃণমূল ফুটবল উন্নয়নে উদ্যোগের অংশ হিসেবে বাফুফের এই কার্যক্রমের দূত করা হয়েছে জাতীয় দলের দুই অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনকে।

রবিবার (২৮ জুন) এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেশন।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ বিষয়ে বলেন, ‘এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) গ্রাসরুট চার্টারে তিনটি ক্যাটাগরি আছে একটি হলো ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড। ইতোমধ্যে এশিয়ার ২৮টি দেশ এই গ্রাসরুট চার্টার উদ্যোগে অংশগ্রহণ করেছে বা করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে এএফসির কাছে আবেদন করবো যাতে ব্রোঞ্জ ক্যাটাগরিতে আমরা যেন অন্তর্ভুক্ত হতে পারি। সেই চার্টারের আওতায় আমরা কার্যক্রম সম্পাদন করতে চাই।’

এই উদ্যোগের অংশ হিসেবে দু’জন ফুটবলারকে দূত করা হয়েছে বলে জানান তিনি, ‘এই কার্যক্রমের অংশ হিসেবে সিদ্ধান্ত নিয়েছি যে দু’জন অ্যাম্বাসেডর কাজ করবে। বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তারা দু’জনেই সম্মতি দিয়েছে যে কাজ করবে।’

প্রাথমিকভাবে চার জেলায় এই গ্রাসরুট কার্যক্রম পরিচালিত হবে যেখানে জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন স্বশরীরে উপস্থিত থেকে উন্নয়নে কাজ করবেন বলে জানান তিনি, ‘আমরা যে চারটি লোকেশন নির্ধারণ করেছি যেখানে আমাদের গ্রাসরুট কার্যক্রমগুলো চলমান রাখবো। যেটা হচ্ছে ঢাকা, মাদারিপুর, ফেনী ও নীলফামারি। এ্ই চারটি জেলায় আমাদের দুজন অ্যাম্বাসেডর যাবেন। এবং সেখানে গিয়ে তারা সবাইকে উদ্বুদ্ধ করবেন যেন তারা এই তৃণমূল কার্যক্রমে সক্রীয় থেকে অংশ নেয়। এবং তৃণমূল কার্যক্রমের মাধ্যমে কীভাবে ফুটবলের উন্নয়ন করা যায় সেই বিষয়ে উদ্বুদ্ধ করবে। এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা সলিড এবং সাউন্ড গ্রাসরুট স্ট্র্যাটেজি তৈরি করা এবং সেটা প্রতিষ্ঠা করা।’

বিজ্ঞাপন

এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আনন্দিত বোধ করে জামাল ভূঁইয়া বলেন, ‘বাফুফেকে ধন্যবাদ জানাই আমাকে এই কার্যক্রমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর সিদ্ধান্ত নেয়ার জন্য। আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। দেশের তরুণ প্রজন্মের সঙ্গে কাজ করতে অপেক্ষায় আছি। সবাই নিজের খেয়াল রাখবেন।’

তৃণমূল ফুটবলের উন্নয়নে সবসময় পাশে থাকবেন বলে জানালেন সাবিনা খাতুন, ‘বাফুফেকে ধন্যবাদ জানাই আমাকে এই কার্যক্রমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর সিদ্ধান্ত নেয়ার জন্য। ইচ্ছা থাকবে গ্রাসরুট ফুটবল যেন আরো এগিয়ে যায়। গ্রাসরুট ফুটবল নিয়ে যেন আমরা আরো কাজ করতে পারি। গ্রাসরুট ফুটবল যেন আরো সমৃদ্ধ হয় সেই প্রত্যাশা।’

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) গ্রাসরুট উন্নয়ন জামাল ভূঁইয়া দূত বাফুফে সাবিনা খাতুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর