Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেকআপ করাতে হাসপাতালে মাশরাফি


২২ জুন ২০২০ ১৯:৩৪ | আপডেট: ২৩ জুন ২০২০ ০১:৪৭

গত শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি বিন মুর্ত্তজা‌‌। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের দিনবদলের এই দলপতি। তবে আজ বিকেলে তাকে চেকআপের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

জানা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুকের এক্সরে করাতেই তিনি হাসপাতলে গিয়েছেন।

মাশরাফির ঘনিষ্ঠ সূত্র সোমবার (২২ জুন) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছে।

সূত্রটির দেওয়া তথ্যমতে, ‘মাশরাফির শরীরে তেমন কোনো জটিলতা নেই। উনি ভালোই আছেন। বিকেলে তাকে সিএমএইচে নেওয়া হয়েছে কারণ চিকিৎসক তার বুকের এক্সরে করতে বলেছেন।’

এদিকে মাশরাফির চিকিৎসক অধ্যাপক এবিএম আবদুল্লাহ জানিয়েছেন, ‘ভালো আছে সে, সুস্থ আছে। কোনো কমপ্লেইন নাই। ফলোআপ রাখছি। দুপুরে কথা হয়েছে, স্টেবল আছে। তার এজমাটা ভালো আছে। তবে বলেছি যদি শ্বাসকষ্ট হয় তাহলে হাসপাতালে যাবে। এখনো এরকম অবস্থা হয় নাই। তবে তার বুকের একটা এক্সরে করতে বলেছি। ওটা এক জায়গায় করলেই হয় তেমন কিছু না।’

অধ্যাপক এবিএম আব্দুল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক যিনি বর্তমানে মাশরাফির ফলোআপেও আছেন।

করোনায় আক্রান্ত টপ নিউজ মাশরাফি বিন মুর্ত্তজা হাসপাতালে

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর