Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ১২০ ফুটবল একাডেমিকে স্বীকৃতি দিতে চায় বাফুফে


২১ জুন ২০২০ ২০:১৪

ঢাকা: দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ১২০ ফুটবল একাডেমিকে স্বীকৃতি দিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফেডারেশনের আওতায় এনে আর্থিক সহযোগিতার আওতায় আনার পরিকল্পনার কথাও ভাবা হচ্ছে। একাডেমি পরিচালনা করতে উৎসাহ প্রদানে এ উদ্যোগ নিতে চলেছে দেশের ফুটবলের সর্বোচ্চ ফুটবল অভিভাবক।

আজ রবিবার (২১ জুন) বাফুফের টেকনিক্যাল কমিটির এক অনলাইন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডেপুটি চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু, সদস্য ইউসুফ বিন জলিল, ইমতিয়াজ হামিদ সবুজ, সাইফুর রহমান মনি এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

বিজ্ঞাপন

সভা শেষে এক ভিডিও বার্তায় তাবিথ আউয়াল বলেন, ‘আমরা দেখেছি বাংলাদেশে পুরুষদের জন্য ১২০টা ফুটবল একাডেমি আছে। যেগুলা ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আওতায় আনতে চাই তাদের। অন্তত একটা স্বীকৃতি দিতে চাই। যে স্বীকৃতির মাধ্যমে তারাও উৎসাহ পাবে একাডেমিটা চলানোর জন্য। আমরাও ভবিষ্যতে যদি চাই সহযোগিতার জন্য সেটাও আমরা করতে পারবো একটা ফ্রেমের মাধ্যমে। তাই আমরা তাদের স্বীকৃতির জন্য সুপারিশ দিয়েছি এবং বিষয়টি অ্যাপ্রুভাল দিয়েছি।’

ফুটবল একাডেমিগুলোকে পরবর্তীতে তিন গ্রেডে (১ স্টার, ২ স্টার ও ২ স্টার) ভাগ করা হবে বলে জানায় ফেডারেশন।

এছাড়াও সভায় আরো কিছু সিদ্ধান্ত নেয়া হয়।

‘এএফসির এ কোচিং কনভেনসন’ এর আওতায় দেশের এএফসি এ লাইসেন্স প্রাপ্ত কোচদের সনদপত্র নবায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনলাইন বা শারীরিক উপস্থিতির মাধ্যমে বাফুফে ভবনে কোচদের সনদপত্র নবায়ন করা হবে। এছাড়াও নতুন কোচদের নিয়ে একটা এলিট কোচিং প্রোগ্রাম আয়োজন করা হবে বলে জানায় বাফুফে। এ বিষয়ে তাবিথ জানান, ‘ভাল ভাল প্লেয়ারদের কে বা ভাল ভাল জুনিয়র কোচদের ফাস্ট ট্রাক করে একটা এলিট কোচিং প্রোগ্রামের আওতায় নিয়ে আসতে পারি।’

বিজ্ঞাপন

এছাড়াও দেশের গ্রাসরুট ফুটবলের উন্নয়নে পাইলট প্রজেক্ট হিসেবে দেশের ৪টি জোনে ফুটবলারদের প্রশিক্ষণ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোভিড-১৯’র পরিস্থিতি অনুকুলে আসলে স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম শুরু হবে বলে জানায় বাফুফে।

এএফসি এ লাইসেন্সপ্রাপ্ত কোচ তাবিথ আউয়াল ফুটবল একাডেমি বাফুফে

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর