Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজী সালাউদ্দিনের কাছে ফুটবলারদের ‘২ দাবি’


১৬ জুন ২০২০ ২৩:৪৪

স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: করোনায় কেড়ে নিয়ে দেশের ফুটবলের ব্যস্ততা। কোলাহল ফুটবল আজ স্থবির হয়ে আছে। লিগ বাতিল। ফুটবলাররা এখন ঘরে বসেই দিন কাটাচ্ছে। কবে লিগ হবে তারও কোন নিশ্চয়তা মিলছে না। এমন সময়ে শঙ্কিত ফুটবলাররা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাতে তাদের দাবি উত্থাপন করেছেন।

ফুটবলারদের দাবিগুলো হলো লিগের নিশ্চয়তা। অন্ধকার ভবিষ্যতে পতিত হচ্ছে আগামীর লিগ। কবে নাগাদ পরবর্তী লিগ শুরু হবে সেই নিশ্চয়তা চায় ফুটবলাররা। এভাবে বসে থেকে অন্ধকারের ভবিষ্যত দেখতে চান না ফুটবলাররা। তাছাড়া বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দ্রুত ক্যাম্প শুরুর দাবিও এসেছে ফুটবলারদের কাছ থেকে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১৬ জুন) বাফুফে বসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে কাজী সালাউদ্দিনের কাছে সেই দাবি উত্থাপন করেছেন ফুটবলাররা। ঢাকা আবাহনীর সোহেল রানা, মামুনুল ইসলাম মামুন, বসুন্ধরা কিংসের তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষসহ পাঁচ ফুটবলার বাফুফে ভবনে গিয়ে এই দাবির কথা জানান।

সাক্ষাৎ শেষে এক ভিডিও বার্তায় কিংস ও জাতীয় দলের তারকা ডিফেন্ডার তপু বর্মণ বলেন, ‘দুইটা টপিক নিয়ে বলার জন্য যাই। জাতীয় দলের খেলা শুরু হতে যাচ্ছে। সো আমরা কবে ক্যাম্প শুরু করেবো বা দ্রুত শুরু করতে পারি কি না সেই বিষয়ে জানতে চাই। যদি দ্রুত শুরু না হয় তাহলে আমরা বিশ্বকাপ বাছাইপর্বে ভাল পারফরমেন্স করতে পারবো না। যদি ভাল না করি তাহলে এশিয়ান কাপ বাছাইপর্বেও কোয়ালিফাই করতে পারবো না। আমরা চাই একটা ভাল ট্রেনিং হোক।’

দ্বিতীয় দাবিটা ছিল লিগ নিয়ে। সদ্য শুরু হওয়া লিগ বাতিল হলেও পরবর্তী লিগ নিয়ে অনিশ্চয়তার বিষয়টি উল্লেখ করে পরবর্তী লিগ চালুর দাবি জানান ফুটবলাররা তপু বলেন, ‘যেহেতু এ বছর আমাদের লিগ বাতিল হয়ে গেছে। নেক্স মৌসুম কবে শুরু হবে সেটা জানতে চেয়েছিলাম।’

বিজ্ঞাপন

পরবর্তী লিগ নাহলে বা খেলার মধ্যে না থাকলে দেশের ফুটবলারদের ভবিষ্যত শঙ্কায় পতিত হবে উল্লেখ করে তপু বলেন, ‘আমরা যদি লিগ না খেলি তাহলে দেখা যাবে দুইটা বছর আমাদের লিগ হবে না। লিগটা যদি আমরা না খেলতে পারি তাহলে আমাদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে। খেলতে না পারলে ফিউচারই অন্ধকার। ফিউচারে যদি না খেলি কবে আমরা নিজেদের শো করবো বা নিজেদের খেলার মধ্যে রাখবো। আমাদের কিন্তু জানানো হয়নি। সো এজন্য আমরা ফুটবল ফেডারেশনের সভাপতির কাছে এসেছি পাঁচজন জাতীয় দলের ফুটবলার।’

এদিকে জাতীয় দলের প্রধান প্রশিক্ষক জেমি ডে’র সঙ্গে চুক্তি ২ বছরের জন্য নবায়ন করেছে বাফুফে। আগস্টের মধ্য থেকে কোচিংয়ে ফিরবেন জেমি। বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে এর মাঝে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে নির্দেশনা দিচ্ছেন। ম্যাচ শুরুর অন্তত চার সপ্তাহ আগে ক্যাম্প শুরু করতে চান এই ইংলিশ কোচ। জাতীয় দল নিয়ে একটা পরিকল্পনা থাকলেও লিগের ব্যাপারে কোন অগ্রগতি বা তাগাদা দেখা যাচ্ছে না ফেডারেশনের।

সারাবাংলা/জেএইচ

করোনা কাজী সালাউদ্দিন জাতীয় দল বাফুফে লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর