Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাথলেটিক্সে নারীদের অগ্রসরতা নিয়ে অনলাইন সেমিনার


১২ জুন ২০২০ ২৩:১১

স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: অ্যাথলেটিক্সে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ এক উদ্যোগ গ্রহণ করেছে সাফ ও এ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। টেনকিক্যাল কারিগরি দক্ষতা গড়া ও বাড়িয়ে তুলতে অনলাইনে প্রায় ৫ হাজার কর্মকর্তার উপস্থিতি একটি অনলাইন সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে নারীদের সম্পৃক্ততা ও অংশগ্রহণ নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথাও বলা হয়েছে।

আজ শুক্রবার (১২ জুন) থেকে এই অনলাইন সেমিনার শুরু হয়। ‘টেকনিক্যাল অফিসিয়াল অনলাইন সেমিনার ফর ওমেনস-২০২০ কোর্স’ এই নামে সেমিনারে বিভিন্ন দেশের কর্মকর্তারা অংশ নেন।

বিজ্ঞাপন

জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে এই সেমিনার। শুরু হয় (বাংলাদেশ সময়) বিকাল ৩ টায় এবং শেষ হয় সাড়ে ৫ টায়। এই অনলাইন কার্যক্রম চলবে ১৬ জুন পর্যন্ত।

উক্ত কোর্সের আজকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের সভাপতি মিঃ লড সেবাস্তিয়ান কু। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের কাউন্সিল মেম্বার মি: আডিল জে সুমারিওয়ালা ও সাফ অ্যাথলেটিক্সের সভাপতি ড. ললিত কে ভানট।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের পক্ষ থেকে আজকের সেশনের সমাপনী বক্তব্য দেন সাধারণ সম্পাদক এড. আব্দুর রকির (মন্টু)।

তিনি সারাবাংলাকে বলেন, ‘নারীদের অগ্রসর করার জন্য এই সেমিনার। মেয়েরা সম্পৃক্ত হয় সেজন্য। এলাকায় যদি নারী অফিসিয়ালরা থাকে তাহলে তারা অনেক নারী অ্যাথলেটদের উদ্ভুদ্ধ করে আনতে পারবে। এই সেমিনার সেই অনুপ্রেরণার একটি প্রথম ধাপ। অন্তত ২০ শতাংশ মেয়ে টেকনিক্যাল স্পার্ট থাকতে হবে এমনটাই আলোচনা হয়েছে আজ।

এই কোর্সে অ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোঃ ফারুকুল ইসলাম সহ বাংলাদেশের ৬০ জন নতুন ও পুরাতন নারী টেকনিক্যাল অফিসিয়াল অংশগ্রহণ করেন। আজকের টেকনিক্যাল অফিসিয়াল কোর্সে সাফের প্রায় ছয়শতাধিক কর্মকর্তা নিজ নিজ ঘরে বসে এ সেমিনারের অংশগ্রহণ করছেন।

বিজ্ঞাপন

টেকনিক্যাল অফিসিয়াল অনলাইন সেমিনার ফর ওমেনস-২০২০ সমাপনী আগামী ১৬ তারিখ বিকাল ৬ টায়। এই সমাপনী সেশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করবেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর।

সারাবাংলা/জেএইচ

অ্যাথলেটিক্স এএফআই টেকনিক্যাল নারী সাফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর