Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন প্রক্রিয়া নিয়ে অভিযোগের বিপক্ষে অবস্থান বাফুফের


৮ জুন ২০২০ ১৯:১০ | আপডেট: ৮ জুন ২০২০ ১৯:১১

স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: বাফুফে নির্বাচন নিয়ে বাদল রায়ের আনিত অভিযোগের বিষয়ে ফেডারেশনের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ডেলিগেট নিয়ে আনিত অভিযোগ ও নির্বাচন যাচাই-বাছাই কমিটি নিয়ে উদ্ভুত প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে ফেডারেশন।

আজ সোমবার ভিডিও বার্তার মধ্য দিয়ে বাফুফের সহ-সভাপতি বাদল রায়ের আনিত অভিযোগের বিষয়টি ব্যাখ্যা করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাদল রায় যে চিঠি দিয়েছেন সেটি নির্বাচন যাচাই-বাছাই তিন সদস্যের কমিটির কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। সভাপতি সেই পত্রটি প্রেরণ করেছেন। তিন সদস্যের এই কমিটিতে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাফুফের বোর্ড মেম্বার হারুনুর রশিদ এবং নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহিম।’

এর আগে ৭ জুন (রবিবার) বাফুফে নির্বাচন প্রক্রিয়া নিয়ে অভিযোগ এনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বরাবর চিঠি দিয়েছেন বাদল রায়।

বাদল রায়ের অভিযোগ, অনিয়মতান্ত্রিকভাবে ভোট নিয়ে রাজনীতি করছে ফেডারেশনের কর্মকর্তারা। কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই ভোটারদের কাছে ডেলিগেট ফরম পাঠানো হচ্ছে। ভোটের পাল্লা ভারী করতে  যেসব ক্লাবের ভোটার হওয়ার যোগ্যতা নেই তাদের নিয়ম বহির্ভূতভাবে ভোটার করানোর তোড়জোড় করা হচ্ছে বলেও দাবি এই সহ সভাপতির।

অভিযোগ সত্য নয় দাবি করে সোহাগ বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী যারা আমাদের ডেলিগেট ক্লাব তাদের কাছ থেকেই ডেলিগেট ফর্মটা জমা নেয়া হয়েছে। এবং নবাবপুর চক্র ক্লাব নিয়ে যে উদ্ভুত অভিযোগের কথা উঠেছে আজকে নবাবপুর চক্রের কাগজগুলো আমরা সংযুক্ত করে দিলাম। আর একইসঙ্গে বলতে চাই বাফুফের লাইসেন্সিং অফিসার বিভিন্ন সংস্থার কাছে যেসব কাগজপত্র চেয়ে সেগুলো হলো ডাটাবেজ আপডেট করা এবং ফাইল আপডেট করার জন্য। আমরা যাতে তাদের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করতে পারি। এবং সংস্থার নামে যে ফাইলগুলো থাকে সেগুলো আপডেট করার অংশ হিসেবেই এই কাগজপত্র চাওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

গঠনতন্ত্র ভঙ্গ করে নির্বাচন যাচাই-বাছাই কমিটি গঠন করা বিষয়ে বাদল রায়ের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘এর আগেও ২০১২ সালের নির্বাচন ও ২০১৬ সালের নির্বাচন উপলক্ষ্যে যাচাই-বাছাই কমিটি করা হয়েছিল। বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি আর মীমাংসা কল্পে গঠন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার তিন সদস্যের একটা কমিটি করা হলো।’

উল্লেখ্য, এই কমিটির দুই জন গত ২০১৬ সালের নির্বাচন যাচাই-বাছাই কমিটিতেও ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

আর কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের কার্যক্রম সম্পাদিত হবে বলেন জানান তিনি, ‘আর এখানে পরিষ্কারভাবে উল্লেখ করতে চাই বাফুফের যে নির্বাচন হবে সেটা বাফুফের কার্যনির্বাহী কমিটি যে সিদ্ধান্ত নিবে সেটাই চূড়ান্ত। সেহেতু বাফুফের নির্বাচন কবে হবে, স্থান কী হবে, সময়সূচি কী হবে সবগুলো সিদ্ধান্তই কার্যনির্বাহী কমিটি নিবে। এখানে ভুল বোঝাবুঝি বা অন্য ব্যাখ্যা দেয়ার কোন অবকাশ নেই। কার্যনির্বাহী কমিটি যে সিদ্ধান্ত নিবে তার আলোকেই নির্বাচনের সকল কার্যক্রম সম্পাদন করা হবে।’

সারাবাংলা/জেএইচ

অভিযোগ আবু নাইম সোহাগ নির্বাচন বাদল রায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর