Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলি-রোহিত জুটিতে মুগ্ধ সাঙ্গাকারা


২ জুন ২০২০ ১৯:১০
স্পোর্টস ডেস্ক
যুগে যুগে ক্রিকেট সমর্থকদের মুগ্ধ করেছে এক একটি জুটি। বিরাট কোহলি ও রোহিত শর্মা জুটি মুগ্ধ করে চলেছেন বর্তমান প্রজন্মকে। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা কোহলি-রোহিত জুটিকে তুলনা করলেন ভারতের ওপর নামকরা জুটি সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে।
সম্প্রতি ভারতের এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে লঙ্কান গ্রেট বলেন, ‘ভারতে সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড় ছিলো বিগত যুগের নামকরা। আর তাদের পরবর্তী যুগে আবির্ভূত হয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটি। তারা গাঙ্গুলি ও দ্রাবিড় যে কাজ করে গিয়েছেন সেই কাজটি ভালোভাবেই সম্পন্ন করে যাচ্ছেন।’
কোহলি-রোহিত জুটি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাট মিলিয়ে প্রায় ৩৬ হাজার (৩৫৯৩০) রান তুলেছেন। এ বিষয়ে সাঙ্গা বলেন, ‘বিরাট ও রোহিতের বিষয়টা খুব স্পেশাল। বর্তমানে ওয়ানডে ক্রিকেটের নিয়ম কানুন পরিবর্তন করা হয়েছে। ব্যাটসম্যানদের জন্য রান করা আগের চেয়ে সহজ হয়েছে। তবে যদি বলা হয় এই দুই ব্যাটসম্যানের কথা তাহলে বলবো তারা কঠিন কাজকে সহজভাবে সম্পাদন করছে। তারা তিন ফরম্যাটে সফলতার সাথে আধিপত্য বিস্তার করে খেলছে আমি মনে করি এজন্য তাদের সম্মান জানানো উচিত। তারা কঠোর পরিশ্রম করে আগের সকল কিছুকে ছাড়িয়ে যাচ্ছে। প্রত্যেক ক্রিকেটীয় যুগে এমন জুটি থাকে। ভারতের ক্রিকেট ইতিহাসে এ জুটি উদাহরণযোগ্য হিসেবে থাকবে।’
রোহিত-কোহলি জুটি নিয়ে কথা বলতে গিয়ে লঙ্কান তারকা দ্রাবিড়-গাঙ্গুলি জুটির প্রশংসা করতে ভোলেননি। সাঙ্গাকারার মতে দ্রাবিড় ও গাঙ্গুলি জুটি কৌশলগত দিক দিয়ে ছিলেন রক্ষণাত্মক তবে আক্রমণাত্মক মনোভাব নিয়ে ব্যাটিং করতেন। আর এজন্য কোহলি-রোহিত ও দ্রাবিড়-গাঙ্গুলি জুটি একই কাতারে পড়েছেন বলে মনে করেন সাঙ্গাকারা।
সাঙ্গাকারা বলেন, ‘দেখুন আপনি যদি দ্রাবিড় ও দাদা (গাঙ্গুলি) জুটির দিকে একটু লক্ষ্য করেন তবে একটি বিষয় স্পষ্ট তার হচ্ছে তারা কিন্তু আক্রমণাত্মক ছিলেন না কিন্তু তারা তারা আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতেন। তারা অনেক দৃষ্টিনন্দন শট খেলতেন। তারা দুজনে যেভাবে খেলে গিয়েছেন তাতে সত্যিই তারা প্রশংসার দাবি রাখে।’
সারাবাংলা/এসএইচএস/জেএইচ

বিজ্ঞাপন

কুমার সাঙ্গাকারা ক্রিকেট জুটি বিরাট কোহলি রোহিত শর্মা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর