Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নন্দিত ফুটবলার হেলালের মৃত্যুতে বিসিবি’র শোক


৩০ মে ২০২০ ২৩:০১

স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: লাল সবুজের নন্দিত সাবেক ফুটবলার ও আবাহনীর পরিচালক গোলাম রাব্বানী হেলালের মৃত্যুর শোকে মুহ্যমান দেশের ফুটবলাঙ্গন। শুধু ফুটবলই কেন? তারকা এই খেলোয়াড়ের প্রয়ানের শোক ছুঁয়ে গেছে দেশের ক্রীড়ার প্রতিটি ফেডারেশনেও। ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তাই তো সত্তর-আশির দশকের নামী এই ফুটবলারের প্রয়াণে শোক জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানায় বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাবেক তারকা ফুটবলার গোলাম রাব্বানী হেলালকে। জীবন-মরণের সন্ধিক্ষণে দু’দিন লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন ‘আবাহনীর হেলাল’।

শনিবার (৩০ মে) দুপুর ১২ দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিরবিদায় নিয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। এর আগে, স্ট্রোক করার পর বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ঢাকা আবাহনীর চেনা মুখ ছিলেন হেলাল। মাঝে আড়াই মাস বিজেএমসিতে কাটানো ছাড়া ক্যারিয়ারে পুরো সময়ই ছিলেন আবাহনীতে। খেলা ছেড়ে আবাহনীর পরিচালক হয়েছেন। একই ক্লাবের ফুটবল দলের নানা দায়িত্ব পালন করেছেন।

১৯৭৮ সালে ঢাকায় এশীয় যুব ফুটবল দিয়ে জাতীয় স্তরে খেলা শুরু। মূল জাতীয় দলে খেলা শুরু ১৯৭৯ সালে। মাঝে বিরতি পড়লেও খেলেছেন ১৯৮৫ পর্যন্ত। ১৯৭৮ লিগে ওয়ারীর কাছে দু’বার হেরেছিল আবাহনী। পরের বছরই সেই ওয়ারীর ডানা ছেঁটে দেন হেলাল। হ্যাটট্রিক করেন ওয়ারীর বিপক্ষে।

সারাবাংলা/এমআরএফ/জেএইচ

গোলাম রাব্বানী হেলাল টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মৃত্যু শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর