Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবরাজকে দেখালেন শচিন ‘শচিনই’!


১৭ মে ২০২০ ১৩:৩১

করোনার সময়ে ঘরেবন্দি মানুষ বিনোদনের মাধ্যম খুঁজে হন্যে হয়ে পড়েছে। এমন সময়ে নিজের সতীর্থদের এক চ্যালেঞ্জ দিয়ে বসলেন যুবরাজ সিং। তবে তিনি যে বড্ড ভুল করে ফেলেছেন এই চ্যালেঞ্জ দিয়ে তা বোঝা গেল শচিন টেন্ডুলকার যখন সেই চ্যালেঞ্জ গ্রহণ করল। ক্রিকেট ব্যাট পাশে ধরে বল হাওয়ায় রাখতে হবে- যুবরাজের চ্যালেঞ্জ ছিল এটাই। তবে শচিন তা নিয়ে গেলেন আরো এক ধাপ উপরে। চোখে কাপড় বেঁধে যুবরাজের চ্যালেঞ্জ পূর্ণ করলেন।

বিজ্ঞাপন

গেল ১৪ মে টুইটারে একটি ভিডিও পোস্ট করে সেখানে শচিন টেন্ডুলকার, রোহিত শর্মা এবং হরভজন সিংহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন যুবরাজ। আর ভিডিওর পোস্ট করে যুবি লেখেন, ‘এই কঠিন সময়ে আমি কোভিড-১৯’র কারণে ঘরে আটকে পড়েছি। আর আমি ঘরেই থাকবো যতদিন প্রয়োজন পড়ে।’

ভিডিও পোস্ট করে যুবি চ্যালেঞ্জ দেন শচিনদের। আর শচিন সেটা নিয়ে গেছে তার নিজের পর্যায়ে। কেবল চ্যালেঞ্জই গ্রহণ করেননি সেই সঙ্গে চোখে কালো কাপড় বেঁধে যুবির চ্যালেঞ্জের জবাব দিয়েছেন। টুইটারে সেই ভিডিও পোস্ট করে শচিন লিখেছেন, ‘তোমাকে পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছি যুবরাজ, তবে তাতে একটু ব্যতিক্রম থাকবে। আর সবাইকে বলছি সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।’

চোখে কালো কাপড় বেঁধে লিটল মাস্টার কিভাবে ব্যাটের ওপর বল ভাসালেন? সেই রহস্যটা ভিডিওতে ফাঁস করেছেন কিংবদন্তী। শচিন জানালানে চোখে কালো কাপড় বাঁধা থাকলেও দেখতে তার কোনো অসুবিধা হয়নি। লিটল মাস্টারের এমন চ্যালেঞ্জ দেখে ভড়কে গিয়েছেন যুবরাজ। আর শচিনের ভিডিওতে রিটুইট করে লেখেন, ‘মর গ্যায়ে’ অর্থাৎ মরে গেলাম। চ্যালেঞ্জ দিয়েই হয়ত যুবি বুঝতে পেরেছেন ভুল মানুষকে চ্যালেঞ্জ দিয়ে ফেলেছেন। আর এমনিতেই তিনি লিটল মাস্টার হননি।

চ্যালেঞ্জ যুবরাজ সিং শচিন টেন্ডুলকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর