Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসহায়দের পাশে দাঁড়াতে এবার রনির সঙ্গে জুটি অপুর


১৩ মে ২০২০ ১৪:২০ | আপডেট: ১৩ মে ২০২০ ১৫:৩৬

দুজনের মধ্যে একাধীক বিষয়ে মিল আছে। প্রথমত; দুজনই বাংলাদেশ ক্রিকেটে জাতীয় দলের জার্সি গায়ে নেমেছেন। দ্বিতীয়ত; দুজনই নারায়ণগঞ্জের বাসিন্দা। নাজমুল ইসলাম অপু থাকেন-বন্দর এলাকায়, আর রনি তালুকদারের বাসা পাগলায়। তৃতীয় যে মিল সেটি হলো; দুজনই করোনাকালে অসহায়দের প্রতি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। প্রাণঘাতী ভাইরাসটি এদেশে সংক্রমণ ছড়ানোর শুরু থেকেই তামিম ইকবালকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের ১৮শ দুঃস্থ মানুষের কাছে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন নাজমুল ইসলাম। এবার রনি তালুকদারকে সঙ্গে নিয়ে ঈদের আগে ২ হাজার মানুষের হাতে পৌঁছে দিতে চাইছেন সাহায্য নাগিন ড্যান্সের এই জনক।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে তারা চেয়েছিলেন তাদের অনলাইন সংগঠন ‘ফ্রেন্ডস ডট কম’ এর মাধ্যমে বড় পরিসরে একটি তহবিল গঠন করবেন। এবং সেখান থেকে প্রাপ্ত অর্থ করোনাকালে আর্তের হাতে তুলে দেবেন। কিন্তু সেখানে প্রত্যাশিত সাড়া পাননি এই টাইগার ডুয়ো। ফলে নিজেরাই নিজেদের অর্থ দিয়ে এই সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (১৩ মে) অপু নিজেই সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তামিম ভাই আর আমি ১৮শ মানুষের হাতে খাবারসহ অন্যান্য প্রয়োজনী সামগ্রী পৌঁছে দিয়েছি। তো উনি অনেক জায়গায় যেহেতু সাহায্য করছেন সেহেতু ভাবলাম উনাকে আর বিরক্ত না করি। যেহেতু রনির বাসা আমার বাসার কাছেই তাই ওকে নিয়ে নতুন পরিকল্পনা করেছি। ঈদের আগে ও আর আমি আরো ২ হাজার মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিতে চাচ্ছি।’

দেশের মধ্যে ঢাকার পরেই নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেশি। ফলে দেশে করোনা প্রাদুর্ভাব ছড়ানোর শুরুর দিকেই জেলাটিকে লক ডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। কিন্তু চমকে যাওয়ার মতো খবর হলো সেই জেলার একজন বাসিন্দা হয়েও করোনাকালে ফ্রন্টলাইন যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নিয়মিত হওয়ার চেষ্টায় থাকা নাজমুল ইসলাম অপু। সহযোদ্ধা হিসেবে আছেন এলাকার আরো ১৪ জন।

শিল্পনগরী নারায়ণগঞ্জে হাজারো শ্রমিকের বাস। কিন্তু করোনায় কলকারখানা বন্ধ হয়ে যাওয়াতে তাদের বেশির ভাগই বেকার হয়ে পড়েছে। ওয়ানডে অধিনায়ক তামিমের সহযোগিতা নিয়ে এমন ৮’শ পরিবারকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য তুল দিয়েছেন নাজমুল ইসালাম অপু। রমজান মাসের শুরু থেকেই সতর্ক দৃষ্টি রেখেছেন যেন সেহরিতে কেউ যেন না খেয়ে থাকে। এর বাইরেও ১৮শ পরিবারকে এক দিনে দেওয়া হয়েছে উন্নত মানের ইফতার। এরপর গেল সপ্তাহে জেলাটির ১৫ অসচ্ছ্বল মুক্তিযোদ্ধাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও নগদ অর্থ দিয়ে সাহায্য করেছেন তারা। এবার রনি তালুকদারের সঙ্গে জুটি গড়ে ঈদের আগেই আরো ২ হাজার মানুষের কাছে পৌঁছে দিতে চান সাহায্য।

বিজ্ঞাপন

নাজমুল ইসলাম অপু বাংলাদেশ জাতীয় ক্রিকেট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল রণি তালুকদার

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর