Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৃষ্টিনন্দন ব্যাটিং তালিকায় সৌম্য-লিটন


৮ মে ২০২০ ২১:০৬ | আপডেট: ৯ মে ২০২০ ১১:৫৯

ক্রিকেটে রানই প্রথম কথা। প্রতিটি ব্যাটসম্যান ক্রিজে যায় রান তুলতেই। তবে সবার রান তোলার ধরন এক নয়। বিরাট কোহলি, বাবর আজমদের কাভার ড্রাইভ কিংবা রোহিত শর্মার টাইমিং পুলগুলো দেখলে মনে হয় ব্যাটিং যেন একটা শিল্প! বোলারদের পেটানোর মধ্যেও নান্দনিকতার ছোঁয়া দেখিয়ে যান অনেকে।

তবে অনেকের কাছে ব্যাটিং ব্যাকরণ আবার ‘ঐচ্ছিক সাবজেক্ট’। ক্রিস গেইল বা আন্দ্রে রাসেলদের কাছে ব্যাটিং ব্যাকরণের চেয়ে পেশি শক্তির জাহিরই বড়, যেভাবেই হোক রান উঠলেই হলো! বিভিন্ন ধরনের ব্যাটসম্যানদের মধ্যে নান্দনিকতা খোঁজার চেষ্টা করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।

বিজ্ঞাপন

ভোটাভুটির মাধ্যমে বর্তমান সময়ের সেরা ছয় নান্দনিক ব্যাটসম্যান নির্বাচন করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি। যেখানে জ্বলজ্বল করছে বাংলাদেশের সৌম্য সরকারের নামও। ক্রিকইনফোর ভারপ্রাপ্ত সম্পাদক এলান গার্ডনার বলেছেন, ‘একজন ক্রিকেটার যার খেলা আমার বেশি দেখা হয়নি তবে যতোটুকু দেখেছি তাতে মুগ্ধ হয়েছি। আর সে হলো সৌম্য সরকার।’

এই তালিকায় বাকি পাঁচজন কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), রোহিত শর্মা (ভারত), বাবর আজম (পাকিস্তান) ও কুশল পেরেরা (শ্রীলঙ্কা)।

এই আলোচনায় ছিলেন বাংলাদেশের আরেক তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাসও। তবে সেরাদের তালিকায় নির্বাচিত হননি। লিটনের সঙ্গে এই আলোচনায় ছিলেন লোকেশ রাহুল (ভারত), মারনাস লাবুশানে (অস্ট্রেলিয়া), টম ল্যাথাম (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), মঈন আলী (ইংল্যান্ড), জেমস ভিন্স (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), শেই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা) ও সাদিরা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা)।

বিজ্ঞাপন

লিটন প্রসঙ্গে ক্রিকইনফোর সিনিয়র সহকারী সম্পাদক কার্তিক কৃষ্ণাম্বামী বলেছেন, ‘লিটন যে বিশ্বের সবচেয়ে দর্শনীয় ব্যাটসম্যানদের মধ্যে একজন তাতে কোন সন্দেহ নেই।’

ক্রিকইনফো টপ নিউজ ব্যাটসম্যান লিটন দাস সৌম্য সরকার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর