Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন জামাল ভূঁইয়া খুঁজতে হবে জেমিকে


৮ মে ২০২০ ১৮:১৯

স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: ২০১৮ সালে জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়ার পর নতুন নতুন চ্যালেঞ্জ নিতে হয়েছে জেমি ডেকে। বঙ্গবন্ধু গোল্ড, সাফ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমসসহ বিশ্বকাপের বাছাইপর্ব। প্রায় দেড় বছর চরাই-উতরাই দেখেছেন এই ইংলিশ কোচ। তার উপরে আস্থার হাত আরো প্রসারিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শিগগির আরো দুই বছরের জন্য চুক্তি নবায়ন করবে দেশের ফুটবল সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিজ্ঞাপন

তবে এবার জেমির চুক্তির সঙ্গে একটা শর্ত জুড়ে দিয়েছে বাফুফে। নতুন প্রবাসী ফুটবলার খুঁজে বের করতে হবে এই ইংলিশ কোচকে।

গত এক দশকে অনেক প্রবাসী ফুটবলার দেশের মাটিতে ট্রায়াল দিয়ে গেছেন। অনেকে ঘরোয়া ফুটবলে খেলেছেন। তবে থিতু হতে পেরেছেন শুধু জামাল ভূঁইয়াই। ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার এখন জাতীয় ফুটবল দলের পোস্টার বয়। এমন খেলোয়াড়দেরই খুঁজে বের করতে হবে জেমিকে।

জেমি জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর কয়েকজন প্রবাসী ফুটবলারের সঙ্গে যোগাযোগ করলেও এখনও সেভাবে সাড়া পাননি। কোনও প্রবাসী ফুটবলারকে বাংলাদেশে এখনও ট্রায়ালে আনা যায়নি। তবে আশাবাদী বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘তার সঙ্গে চুক্তি নিয়ে আমাদের কথাবার্তা চলছে। আশা করি, কিছুদিনের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছাতে পারব। তবে এবার চুক্তির শর্তে আমরা যোগ করেছি যে জেমি ডেকে প্রবাসী ফুটবলার খুঁজে বের করতে হবে। আশা করছি সে পারবে।’

তবে প্রবাসী ফুটবলার খোঁজাটা কঠিনই মনে করেন এই ইংলিশ কোচ, ‘প্রবাসী ফুটবলার খুঁজে বের করাটা আমার কাছে কঠিনই মনে হচ্ছে। অনেক সমস্যা থাকে। আপনি দেখেন এক জায়গা থেকে আপনাকে অন্য জায়গায় ভ্রমণ করতে হবে। আর এ অর্থেও বিষয়টি তো আছেই, আবার কোনো খেলোয়াড় খেলতে রাজি না হলে তো সমস্যা।’

তবে এবার চেষ্টার ত্রুটি রাখবেন না বলে জানান জেমি, ‘এর আগে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তারা সেভাবে আগ্রহী ছিল না। আসলে সবাই নিজে দেশের হয়েই খেলতে চায়। কারণ জন্ম যে তাদের সেখানে। যেহেতু এবার আমাকে বলেছে প্রবাসী ফুটবলার খুঁজে বের করতে। তাই আমি চেষ্টা করব।’

এখন ঘরোয়া ফুটবলে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার খেলছেন। তাদের মধ্যে বসুন্ধরা কিংসের ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজী আছেন, বাংলাদেশ পুলিশের হয়ে সুইডেন প্রবাসী জোসেফ নুর খেলছেন। সুযোগের অপেক্ষায় আছে সঞ্জয় করিম। নতুন করে আরো প্রবাসী ফুটবলার খুঁজে বের করে জাতীয় দলের শক্তি বাড়াবে জেমি এমনটাই প্রত্যাশা ফেডারেশনের।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

চুক্তি জাতীয় ফুটবল দল জামাল ভূঁইয়া প্রবাসী ফুটবলার বাফুফে শর্ত

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর