জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব আর নেই
৫ মে ২০২০ ২০:১১
স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব এ এইচ এম সামসুল ইসলাম মন্ডল মারা গেছেন। আজ মঙ্গলবার বাদ ফজর তার কুড়িগ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
এ এইচ এম সামসুল ইসলাম মন্ডল তার বর্ণাঢ্য কর্মজীবনে দীর্ঘদিন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব, ইরাকে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব এবং সর্বশেষ ব্যুরো অফ ম্যান পাওয়ার বিভাগের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৯৬ সাল হতে অদ্যাবধি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালক (এনসিডি) ও কোষাধক্ষ ছিলেন।
এ সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
সারাবাংলা/জেএইচ