Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারিশ্রমিক চেয়ে রুমানাকে শুনতে হয়েছে গালি


৩ মে ২০২০ ১৪:৫৮

শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে গত বছর প্রিমিয়ার লিগে খেলেছিলেন রুমানা আহমেদ। এক মৌসুমে ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছিল ৭ লাখ টাকার। টুর্নামেন্ট শুরুর আগে কর্তৃপক্ষ তিন লাখ টাকা দিয়েছিল। বাকি ৪ টাকা শোধ করার কথা ছিল টুর্নামেন্ট শেষে। কিন্তু টুর্নামেন্ট শেষ হয়ে বছর পেরিয়ে গেলেও আজও সেই টাকা পরিশোধ করেনি শেখ রাসেল ক্রীড়া চক্র। এদিকে পাওনা পারিশ্রমিক চাইতে গেলে নাকি উল্টো বাংলাদেশ নারী দলের এই অধিনায়ককে শেখ রাসেল ম্যানেজার জাকির অকথ্য ভাষায় গালাগালি করেছে বলে অভিযোগ তার।

বিজ্ঞাপন

শুধু রুমানা আহমেদই নয়, ওই বছর ক্লাবটির হয়ে খেলা কারো পাওনাই নাকি পুরোপুরি পরিশোধ করেনি দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। মোট পাওনা ১৫ লাখ টাকার একটি টাকাও শেখ রাসেল ক্রীড়াচক্র কোনো খেলোয়াড়কেই দেয়নি বলে অভিযোগ করলেন রুমানা আহমেদ। এদিকে করোনায় সৃষ্ট দেশের স্থবির পরিস্থিতিতে মাঠে খেলা না থাকায় খেলোয়াড়েরা সবাই ওই টাকার দিকে পাখির চোখ করলেও ক্লাব কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না। ফোন দিলে দেখাচ্ছে ক্ষমতার দাপট। কখনো বা কৌশল অবলম্বন করছে ফিক্সিংয়ের কালিমা লেপনের। ফলে এখন তিনি টাকা চাওয়াই বন্ধ করে দিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলার সঙ্গে একান্ত কথোপকথনে অভিযোগগুলো করলেন রুমানা।

তিনি জানালেন, ‘গত বছর ক্লাবকাপ ক্রিকেট টুর্নামেন্টের পাওনা টাকা। আমাকে কিছু দিয়েছে, অন্যান্য মেয়েদেরও কিছু দিয়েছে। ১৫ লাখ টাকা আমরা শেখ রাসেলের কাছে পাই। গতবছর হঠাৎ করে দল করেছিল শেখ রাসেল। যেহেতু কোনো প্লেয়ার ছিল না, দলটা তো নতুনই। তাছাড়া এই টুর্নামেন্টে গতবছর ওরা প্রথম খেলেছিল। পাওনা টাকা দূরের কথা দেশের এমন সময় বিন্দু মাত্র সাহায্যও করছে না। সাইনিং মানিও দেয়নি। আমার চুক্তি ছিল ৭ লাখ। এর মধ্যে ৩ লাখ দিয়েছে। বাকিটা আজও দেয়নি। দলের অন্যদেরও একই অবস্থা।’

‘আমার দলে জাতীয় দলের আরো যে ৪ জন ছিল তাদেরও একই অবস্থা। শায়লা শারমিনের সঙ্গে ৪ লাখ ২০ হাজার টাকায় চুক্তি হয়েছে কিন্তু ওকে দিয়েছে মাত্র ২ লাখ টাকা। বলছে দিব, দিচ্ছি। যেহেতু বিসিবি’র টুর্নামেন্ট, তাই সিইও’র মাধ্যমে চিঠি পাঠিয়েছি কিন্তু ওরা পাত্তা দেয়নি। খেলা শেষ হয়ে যাওয়ার এক বছরের মধ্যে কোনো টাকা দেবে না, খোঁজ খবর রাখবে না এটা কি করে হয়? এখন আবার আমাকে বলে আমি নাকি খেলাঘর সমাজ কল্যাণ সংঘের সাথে ম্যাচ ফিক্স করেছি।’ যোগ করেন রুমানা।

কথায় কথায় শেখ রাসেল ক্ষমতার দাপট দেখায় বলে অভিযোগ লাল সবুজের নারী ক্রিকেট দলের এই কান্ডারির। এই সাহস ক্লাব কর্তৃপক্ষ কোথা থেকে পায় সেটাই তিনি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাইবেন।

‘শেখ রাসেল শুধু নিজেদের ক্ষমতা দেখাচ্ছে। আমি টাকার জন্য ফোন করেছিলাম। কিন্তু আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। করোনার জন্য বসে আছি। শেষ হলে প্রতিবাদ করব। আমি প্রেসিডেন্ট (নাজমুল হাসান পাপন) স্যারের কাছে যাব, আমাকে ওরা এভাবে গালাগালি করার করার সাহস কোথা থেকে পেল?’

রুমানার অভিযোগের প্রেক্ষিতে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমার এই মুহুর্তে ঠিক মনে পড়ছে না। তবে এই ধরণের বিষয় যদি আমাদের কাছে আসে আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখব। কোন টুর্নামেন্ট সেটা নির্দিষ্ট করে দেখে যদি মনে হয় আমাদের সঙ্গে সম্পর্কিত এবং অভিযোগ সত্য তাহলে আমরা দেখব।’

এদিকে বিষয়টি নিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের ব্যবস্থাপক জাকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আশ্বাস দেন, করোনা পরিস্থিতি শেষ হলেই প্লেয়ারদের পাওনা পরিশোধ করে দেওয়া হবে। তবে পাল্টা অভিযোগ করেন রুমানা আহমেদের বিরুদ্ধে। ‘রুমানাকে আমি বকাবাজি করেছি এটা কে বলছে? রুমানাই প্রথমে তুই বলে কথা শুরু করেছে। তো রুমানার মতো মানুষ যদি আমাকে তুই করে কথা বলে তখন তো আমিও স্বাভাবিকভাবে কথা বলতে পারি না। সে নারী দলের অধিনায়ক, ঠিক আছে, তাই বলে তো আর আমাকে তুই বলে কথা বলতে পারে না। আমি স্রেফ একজন ম্যানেজার। সে টাকার জন্য ফোন দেবে আমার উর্ধ্বোতনদের কাছে। আমার কাজ খেলা চালানো। তবে এটা বলতে পারি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে যত দ্রুত সম্ভব সবার টাকাই পরিশোধ করে দেওয়া হবে।’

অলরাউন্ডার রুমানা আহমেদ টপ নিউজ নারী ক্রিকেটার পারিশ্রমিক চেয়ে গালি পারিশ্রমিক পাননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল রুমানা আহমেদ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর