Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সতীর্থদের সঙ্গে বাজে সম্পর্কের কারণে এমএলএস ছাড়েন ইব্রা


৩০ এপ্রিল ২০২০ ১৬:৪৩

জ্লাতান ইব্রাহিমোভিচ নানান সময়ে নানান কারণে পত্রিকার শিরোনাম হয়েছেন। কখনো দুর্দান্ত খেলোয়াড়ি প্রদর্শনে, আবার কখনো বা কাউকে বেফাঁস কিছু বলে। আবার কখনো অনুপস্থিত থেকেও। যুক্তরাষ্ট্রের এমএলএস’এ খেলেছেন এলএ গ্যালাক্সি’র জার্সি গায়ে চড়িয়ে। এবার শিরোনাম হয়েছেন এলএ গ্যালাক্সি ছেড়ে। সাবেক ক্লাব সতীর্থ জানিয়েছেন ক্লাবের সতীর্থদের সঙ্গে বাজে সম্পর্ক ছিল জ্লাতানের, আর এই কারণেই এলএ ছেড়েছিলেন।

বিজ্ঞাপন

২০১৯ সালের ডিসেম্বরে সাবেক ক্লাবে এসি মিলানে পুনরায় যোগ দেন ইব্রা। এরপর থেকে এলএ গ্যালাক্সির সতীর্থরা একের পর এক কথার বাণ ছুড়ে যাচ্ছেন ইব্রার দিকে। বেশ কয়েকজন খেলোয়াড় জানিয়েছেন ইব্রার বাজে ব্যবহারের কথা। এবার সেই দলে যোগ দিলেন এমিলিয়ানো ইনসুয়া।

আর্জেন্টাইন ডিফেন্ডার এমিলিয়ানো ইনসুয়া বলেন, ‘জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে ড্রেসিং রুমের সকলের খুবই বাজে সম্পর্ক ছিল। একজন খেলোয়াড় হিসেবে দুর্দান্ত কিন্তু একজন সতীর্থ হিসেবে সে খুবই খারাপ। আর এই কারণেই সে এলএ গ্যালাক্সি ছেড়ে গেছে। ওর খুবই অদ্ভুত মানসিকতা আছে।’

ইনসুয়া আরো বলেন, ‘সত্য কথা বলতে কি আমি ইব্রাকে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু আমার মনে হয় ওর অদ্ভুত একটি মানসিকতা আছে। আমি যখন ক্লাবে যোগ দেই তখন আমাকে অনেক গোপন কথা বলা হয়েছিল, যা আসলে সবার সামনে বলা উচিৎ নয়।’

বিভিন্ন সময় জ্লাতান সতীর্থদের সঙ্গে বিভিন্নভাবে দুর্ব্যবহার করেছে। ইনসুয়া তার মধ্যে একটির কথা বলেন, ‘একবার ইব্রা সতীর্থদের একজনকে খুন করার হুমকিও দিয়েছিল। আর এসবের কারণেই ওর সঙ্গে ড্রেসিং রুমের সম্পর্ক খারাপ হয়েছিল।’

আমেরিকান সকার এমএলএস এলএ গ্যালাক্সি জ্লাতান ইব্রাহিমোভিচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর