Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ম্যাচ খেলতে নেইমারকে পিএসজি দিয়েছে ১২ কোটি টাকা


২৯ এপ্রিল ২০২০ ১৬:১৫

তিন বছর আগে ২০১৭ সালে বিশ্ব রেকর্ড পরিমাণ ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে নাম লিখিয়েছিলেন নেইমার। এরপর তিন মৌসুম মিলিয়ে পিএসজির জার্সি গায়ে নেইমার খেলেছেন সর্বমোট ৮০টি ম্যাচ। যেখানে পুরো পিএসজি দল খেলেছে ১৫০টি ম্যাচ। আর নেইমারের সঙ্গে চুক্তি অনুযায়ীয় মৌসুম প্রতি পিএসজি তাকে বেতন দিয়েছে ৩৭ মিলিয়ন ইউরো। পিএসজিতে নেইমারের মোট ম্যাচ এবং বেতনের গড় করলে দেখা মেলে ম্যাচ প্রতি নেইমার বেতন পেয়েছে ১ দশমিক ৩৮৭ মিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১২ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার ৮শ ৭৫ টাকা।

বিজ্ঞাপন

২০১৭ সালে পিএসজিতে নাম লেখানোর পর পিএসজির ৫১ শতাংশ ম্যাচে অংশগ্রহণ করেছেন নেইমার। অর্থাৎ ১৫০টি ম্যাচের মধে মাত্র ৮০টিতে খেলেছেন নেইমার। মৌসুম প্রতি যেখানে ম্যাচের সংখ্যা দাঁড়ায় মাত্র ২৬টিতে। এর পেছনে রয়েছে নেইমারের নিয়মিতই ইনজুরিতে পড়া এবং সেই সঙ্গে নানান রকমের বিতর্কে জড়িয়ে ফুটবল থেকে নিষিদ্ধ হওয়া।

চলতি মৌসুমসহ মোট তিন মৌসুম পিএসজির হয়ে খেলা মোট ৮০টি ম্যাচের জন্য ফ্রান্সের ক্লাবটি নেইমারকে প্রদান করেছে সর্বমোট ১১১ মিলিয়ন ইউরো। যেখানে ইনজুরির কারণে ২০১৮ বিশ্বকাপের আগে ১০০ দিন মাঠের বাইরে থাকতে হয়েছিল নেইমারকে। আর ২০১৭/২০১৮ মৌসুমে সম্ভাব্য ৫৬টি দলের ম্যাচের মধ্যে সর্বোচ্চ ৩০টি ম্যাচে খেলতে পেরেছিলেন নেইমার। আর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষের বড় ম্যাচগুলোতেও অনুপস্থিত ছিলেন নেইমার।

পরের মৌসুমে টানা ৮৮দিন ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার। আর সে মৌসুমে ৫৫টি ম্যাচের মধ্যে খেলেছিলেন মাত্র ২৮টি ম্যাচে। এরপর পায়ের গোড়ালি ভেঙে শুরু করেন ২০১৯/২০২০ মৌসুম। এরপর গেল বছরের অক্টোবরে মাঠে ফিরলে আবারো পায়ে ব্যথা অনুভব করেন। ফলে তার ফিরতে আরো সময়ের প্রয়োজন হয়। চলতি মৌসুমে এখন পর্যন্ত পিএসজির মোট ৪৪টি ম্যাচের মধ্যে কেবল ২২টিতেই খেলেছেন নেইমার জুনিয়র।

এক ম্যাচের বেতন নিষেধাজ্ঞা নেইমার ইনজুরি নেইমার জুনিয়র প্যারিস সেইন্ট জার্মেই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর