Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা ফেরাতে নিশ্চিত নয় স্পেন সরকার


২৭ এপ্রিল ২০২০ ১৫:৫৭

ইউরোপে করোনাভাইরাসের প্রদুর্ভাবে গেল ১১ মার্চ থেকে স্থগিত করা হয় স্প্যানিশ লা লিগা। আর ১৪ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করে স্পেন সরকার। আর তখন থেকে ফুটবল থেকে শুরু করে সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত রয়েছে স্পেনে। স্প্যানিশ ফুটবল ফেডারশন খেলোয়াড়দের অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছে। তবে স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অনুশীলন শুরু হলেও ফুটবল মাঠে গড়াবে কিনা তা নিয়ে এখনই তাদের সরকার নিশ্চিত নয়।

বিজ্ঞাপন

স্পেনের স্বাস্থ্য মন্ত্রী সালভাডর ইলা গত রোববার বলেন, ‘গ্রীষ্মের আগে ফুটবল পুনরায় শুরু করা খুবই কষ্টসাধ্য হবে বলেই মনে হচ্ছে। কারণ আমাদের ইতিহাসে এমন ভয়ংকর লকডাউন থেকে ধীরে ধীরেই কাটিয়ে উঠতে হবে। হঠাৎ করে নয়।’

সালভাডর আরো বলেন, ‘আমি আসলে বলতে পারছি না যে পেশাদার ফুটবল নতুন করে শুরু করা যাবে এত দ্রুত। অন্ততপক্ষে গ্রীষ্মের আগে মনে হয় না এসব কিছু শুরু করা সম্ভব হবে। এসব কিছু এত দ্রুত শুরু করাটা আমার কাছে হঠকারী সিদ্ধান্ত হবে বলেই মনে হচ্ছে।’

লা লিগা কর্তৃপক্ষে জানায় প্রত্যেক খেলোয়াড়কে করোনাভাইরাসের পরীক্ষা করার মাধ্যমেই স্টেডিয়ামে প্রবেশ করানো হবে। আর যেহেতু দর্শকশূন্য মাঠে ম্যাচ গড়াবে তাই আবারো এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভবনা দেখছেন না তারা। তবে ফুটবলারদের করোনাভাইরাসের পরীক্ষা করার ব্যাপারে দ্বিমত পোষণ করেছে স্পেনের স্বাস্থ্য মন্ত্রী। তিনি বলেন, ‘আমি জানি লা লিগা ফুটবলারদের আলাদাভাবে করোনাভাইরাসের পরীক্ষা করার কথা ভাবছে। কিন্তু আমার মনে হয় না সাধারণ মানুষের থেকে ফুটবলাররা আলাদা কেউ যে তাদের পৃথকভাবে পরীক্ষা করতে হবে। আর এটা করলে সরকারের নীতিমালা ভঙ্গ করা হবে বলেই আমার মনে হয়।’

লকডাউন শুরুর পর থেকে স্প্যানিশদের ঘরের বাইরে বের হওয়াতে নিষেধাজ্ঞা ছিল। কেউই হাটতে কিংবা ব্যায়াম করতে কিংবা সাইকেল চালাতেও বাইরে বের হতে পারত না। কেবল মাত্র জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ ছিল স্প্যানিশদের। অবশেষে সেই জরুরি অবস্থা শিথিল করতে চলেছে স্পেন সরকার। সাধারণ মানুষদের বাইরে হাটতে বের হওয়ার এবং ব্যায়াম করার অনুমতি দেওয়ার কথা ভাবছে তারা। কিন্তু সেই সঙ্গে আগামি ৯ মার্চ পর্যন্ত দেশজুড়ে জরুরি অবস্থার সময় বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

করোনাভাইরাস মাঠে ফিরবে স্থগিত স্পেন সরকার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর