তিন মাসের বেতনের পুরোটাই দিয়ে দিলেন আশরাফুল
২৭ এপ্রিল ২০২০ ১২:৫৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ১৫:৫৭
বিপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগে ২০১৩ সাল থেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় নিজেকে থিতু করেছেন ২০১৮ সালে। সেই ধারাবাহিকতায় এবারও প্রথম শ্রেণির ৯১ চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন। প্রথম শ্রেণীর চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বিসিবি থেকে ক’দিন আগে পেয়েছেন তিন মাসের বেতন। সেই বেতনের পুরোটাই তিনি করোনাকালে অসহায়দের মাঝে দান করে দিয়েছেন ।
সোমবার (২৭ এপ্রিল) আশাাফুল নিজেই সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘আমার মনে হয় এখন সবারই এগিয়ে আসা উচিৎ। দেশের এমন দুর্যোগ বা মহামারি সবসময় আসে না। আমি আমার তিন মাসের বেতন ৮৫ হাজার টাকা ইতোমধ্যেই দুঃস্থদের দান করেছি। যদি কারো মুখে একটু হলেও হাসি ফোটে।’
করোনাকালে আশরাফুলের নিবেদনের শেষ এখানেই নয়। অভিষেক টেস্টের এই সেঞ্চুরিয়ান সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়া ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন যার ভিত্তিমূল্য ১৫ লাখ টাকা নির্ধারণ করার ইচ্ছা আশরাফুলের। শুধু তাই নয়, ২০০৫ সালে কার্ডিফে যে ব্যাট দিয়ে পরাশক্তি অজিদের ওপরে স্টিম রোলার চালিয়েছিলেন তাও নিলামে তুলবেন সাবেক এই টাইগার অধিনায়ক।
করোনা মোকাবিলা করোনাভাইরাস টপ নিউজ তিন মাসের বেতন দান বিপিএল মোহাম্মদ আশরাফুল