Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুঃস্থদের জন্য নিলামে মুশি’র ব্যাট


১৯ এপ্রিল ২০২০ ১৪:০৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ১৪:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসএস’র ব্যাটটি দিয়ে ২০১৩ সালে গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিম খেলেছিলেন ২০০ রানের এক মহাকাব্যিক ইনিংস। নিজের তো বটেই টেস্টে দেশেরও প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ডটিও ওই ব্যাটেই এসেছিল। ইতিহাস সৃষ্টিকারী সেই ব্যাটটি করোনাকালে দুঃস্থদের জন্য নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন লাল সবুজের এই দেশ সেরা ব্যাটসম্যান।

তবে কবে, কোথায় তোলা হবে সে ব্যাপারে এখনো কিছুই চূড়ান্ত করেননি মুশি। জানা গেছে কোনো অনলাইন প্ল্যাট ফর্মে তোলার ইচ্ছে তার আছে।

রোববার (১৯ এপ্রিল) মুশফিক সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশিচত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘অবশ্যই ব্যাটটি আমার কাছে স্পেশাল। এরকম একটা ইতিহাসের সঙ্গে নিজের নাম জড়িয়ে আছে ওই ব্যাট দিয়েই, অনেকের চাইলেও এমন কিছুর সৌভাগ্য হয় না। প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তো আর কেউ হতে পারবে না। আমার খুবই ভালোলাগার একটি ব্যাট এটি। কিন্তু মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই। তাই এটিই নিলামে তুলতে যাচ্ছি।’

বিজ্ঞাপন

‘আমার এই ত্যাগের কারণে যদি দুই-একজন মানুষেরও উপকার হয়, এই দুঃসময়ে তারা কিছু সাহায্য পায়, তাহলে সেটিই আমার জন্য হবে বড় পাওয়া।’ যোগ করেন মুশফিক।