Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশসেরা ফুটবলার উন্নতির পাশে দাঁড়ালো র‌্যাব


১৪ এপ্রিল ২০২০ ২০:০৬

স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: ২০১৭ সালে বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে হন সেরা খেলোয়াড় হয়েছিলেন। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পাওয়া নারী ফুটবলার উন্নতি খাতুনের ঘরে চুলায় আগুন জ্বলছে না। সংসারের একমাত্র আয়ের উৎস উন্নতির বাবা দাউদ শেখও করোনার কারণে ঘরেই আটকে আছেন। এমতাবস্থায় অনেকটা অসহায় হয়ে যায় দেশসেরা এই ফুটবলারের পরিবার।

বিজ্ঞাপন

তবে এই খবর পেয়ে অনূর্ধ্ব-১৫ জাতীয় নারী দলের ফুটবলার উন্নতি খাতুনের পাশে দাঁড়িয়েছে র‌্যাব।

র‌্যাবসূত্রে জানা যায়, করোনাক্রান্তিতে উন্নতি খাতুনের এমন খবরে পেয়ে র‌্যাব-ছয় খুলনার অধিনায়ক লে: কর্নেল রওশনুল ফিরোজ এর নির্দেশনায় ঝিনাইদহ র‌্যাব কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ উন্নতির ঝিনাইদহের শৈলকুপার দোহারো গ্রামে ছুটে যান। রোববার বিকেলে উন্নতির পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও এক মাসের খাবার সামগ্রী সরবরাহ তুলে দেন।

যেকোন প্রয়োজনে উন্নতির পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার।

এমন দুর্দিনে পরিবারের পাশে পেয়ে র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উন্নতি খাতুন বলেন, ‘এমনিতেই আমাদের অভারের সংসার। তার উপর আবার করোনা ভাইরাস মোকাবিলায় বাবা দীর্ঘদিন ঘরে বসে আছেন। সংসারে অভাব-অনটন প্রকট আকার নিয়েছে। এমন পরিস্থিতিতে র‌্যাবআমার পরিবারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমি ও আমার পরিবার র‌্যাব- ৬ এর প্রতি কৃতজ্ঞ।’

র‌্যাব-৬ এর এমন মানবিক উদ্যোগের প্রশংষা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা র‌্যাব-৬ কে ধন্যবাদ জানাই উন্নতির পাশে দাঁড়ানোর জন্য।’

সারাবাংলা/জেএইচ

উন্নতি খাতুন করোনা নারী ফুটবলার সাহায্য

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর