Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাতিল হলো এ বছরের উইম্বলডন


১ এপ্রিল ২০২০ ২১:৪৬ | আপডেট: ১ এপ্রিল ২০২০ ২১:৪৮

করোনাভাইরাসের জের ধরে বাতিল ঘোষণা করতে হলো ১৩৪তম উইম্বলডন। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে ১৩৪তম এই আসর বাতিল করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামি ২০২১ সালের ২৮ জুন শুরু হবে এই আসর আর চলবে ১১ জুলাই পর্যন্ত।

উইম্বলডনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বিবৃতি দিয়ে জানানো হয়েছে বিষয়টি। বলা হয়েছে, উইম্বলডনের পরবর্তী টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ২৮ জুন থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বাতিল হলো টেনিসের বৃহত্তম এই টুর্নামেন্টটি।

করোনাভাইরাসের প্রকোপে বহু ক্রীড়া ইভেন্টই প্রভাবিত হয়েছে। এক বছরের জন্য পিছিয়ে গেছে টোকিং অলিম্পিক। ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেনও পিছিয়ে গেছে। ফুটবলে ইউরো, কোপা আমেরিকা পিছিয়ে দেওয়া হয়েছে। এমন অবস্থায় করোনার যে অবস্থা তাতে উইম্বলডন যে বাতিল হতে পারে তেমন শঙ্কা অনেক আগ থেকেই করা হচ্ছিল।

গত মঙ্গলবার টেনিসের শীর্ষ কর্তারা এক সভায় বসেছিলেন। সেখানে উইম্বলডনের এবারের আসর বাতিলের পক্ষেই বেশিজন মত দিয়েছে। সেই সিদ্ধান্তটা চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হলো আজ।

উল্লেখ্য, লন্ডনে এবারের উইম্বলডন শুরু হওয়ার কথা ছিল আগামী জুনের ২৯ তারিখে।

উইম্বলডন উইম্বলডন ২০২০ করোনাভাইরাস গ্র্যান্ড স্ল্যাম স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর