Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন স্থগিত করেছে বাফুফে


২৭ মার্চ ২০২০ ১৭:৩২ | আপডেট: ২৭ মার্চ ২০২০ ২১:৪৪

ঢাকা: বহুল আলোচিত নির্বাচন স্থগিত করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ ফুটবল অভিভাবক। করোনা পরিস্থিতির উন্নতির সাপেক্ষে নির্বাচনের পরবর্তী সময় নির্ধারণ করা হবে বলে জানায় বাফুফে।

আজ শুক্রবার বিকেলে অনলাইনে নির্বাচনকে সামনে রেখে অনলাইনে বৈঠক করেন নির্বাহী কমিটির সদস্যরা। এসময় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ এপ্রিল নির্বাচন হচ্ছে না।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে আগামী ২০ এপ্রিলকে সামনে রেখে কয়েকমাস থেকেই নির্বাচনের প্রস্তুতি নেয়া শুরু করে বাফুফে। কমিশন গঠন, ভোটার তালিকা তৈরির নির্দেশনা প্রদান করার কার্যক্রমও সেরে ফেলে ফেডারেশন। এর মাঝে করোনাক্রান্তিকে বিবেচনায় রেখে নির্বাচন পেছানোর দাবি তোলেন বাফুফের দুই সহ-সভাপতি। একজন বাফুফে সভাপতি বরাবর নির্বাচন পেছানো প্রসঙ্গে চিঠিও লিখেন। তারপরে আজ নির্বাহী কমিটির সভায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত এসেছে।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সাংবাদিকদের বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী ঘোষণা দিয়েছে। করোনা সংক্রমণ এড়াতে বাংলাদেশের সরকারও ৪ এপ্রিল পর্যন্ত সকল বেসরকারি-সরকারি কর্মস্থল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে। সবকিছু বিবেচনায় রেখে ২০ এপ্রিল নির্বাচন স্থগিত করা হয়েছে।’

কবে নাগাদ পরবর্তী নির্বাচন হতে পারে সেই বিষয়টাও স্পষ্ট করেছেন সাধারণ সম্পাদক, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিচ্ছি না। এ বিষয়ে ফিফা ও এএফসির কাছে আমরা চিঠি পাঠাবো। পরবর্তী সকল আপডেট আপনাদের জানিয়ে দেয়া হবে।’

বিজ্ঞাপন

করোনাভাইরাস বাফুফে নির্বাচন বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্থগিত

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর