Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনির্দিষ্টকালের জন্য লিগ বন্ধ, পেছাচ্ছে বাফুফে নির্বাচনও


২৫ মার্চ ২০২০ ১৭:৫৮

ঢাকা: করোনভাইরাসের চলমান পরিস্থিতি বিবেচনায় রেখে ৩১ শে মার্চ পর্যন্ত স্থগিত থাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত লিগ বন্ধ থাকবে। এদিকে একই কারণে আসন্ন বাফুফে নির্বাচনও পিছিয়ে যাচ্ছে।

পেশাদার লিগ কমিটির এক জরুরি সভায় ক্লাব কর্মকর্তাদের অংশগ্রহণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সভা শেষে লিগ কমিটির প্রধান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘করোনা পরিস্থিতিকে বিবেচনায় রেখে আমরা লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আমরা আবার বৈঠক করে নতুন সিদ্ধান্ত নিবো।’

এদিকে ক্যাম্প বন্ধ করে আগেই খেলোয়াড়দের ছুটি দিয়েছে ক্লাবগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পরবর্তী সিদ্ধান্ত নিবে কর্তৃপক্ষ।

অন্যদিকে পেছাতে চলছে বাফুফে নির্বাচনও। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত আসতে পারেরে কাল-পরশুই।

ক’দিন আগে অবশ্য বাফুফুফে ২০ এপ্রিল নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পক্ষে ছিল ফেডারেশন। ৩ এপ্রিল তফসিল ঘোষণা করার কথা বলেছে তারা। বাফুফে তাদের অধীভুক্ত সংস্থাগুলোকে ৩০ মার্চের মধ্যে কাউন্সিলরের নাম পাঠাতে বলেছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি সংস্থাকে নির্বাহী কমিটির সভা করে তারপর কাউন্সিলরের নাম চূড়ান্ত করতে হয়। তবে আপাতত নির্বাচন পেছানো হচ্ছে বলে জানা যায়।

করোনাভাইরাস নির্বাচন বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর